আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রভাত বাংলাদেশ, সুপ্রভাত সবাইকে

হয়তঃ কিছুই নেই, তবু কিছু আছে...

আরেকটি সকাল বাংলাদেশ এ, শীতের সকাল. তবুও অন্যরকম একটা সকাল, আমাদের জন্যে। এরকম নির্মল আনন্দ মনে হয় বাংলাদেশের মানুষ অনেকদিন পায়নি। একটা নিরব বিপ্লব ঘটে গেছে গতকাল। বিজয়ের মাসে এর চেয়ে বড় কোন বিজয় আর কখনো আসেনি। যদি কারো মনে হয় এই বিজয় একটি নির্দিষ্ট দল বা জোটের, আমার মনে হয় একটু ভুল হচ্ছে তাদের।

বাংলাদেশ এর প্রতিটা মানুষ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল গত ২ বছর ধরে এই দিনটার, আর কিছুইনা সবাই একটা পরিবর্তন চাইছিল মন থেকে। ব্যক্তিগত দুঃখ, হতাশা এসব ছাপিয়েও সবার একটাই প্রত্যাশা ছিল "সুদিন আসবে"। প্রত্যাশা পূরণের এখনো অনেক বাকী। কিন্তু এই পরিবর্তনে মন আরেকবার আশবাদী হয়। এ যেন খানিকটা মুক্তির নিঃশ্বাস, কেমন যেন একধরনের অবরূদ্ধ অবস্থা থেকে মুক্তি।

গত কয়েক বছরে বারবারই আমরা হতাশ হয়েছি, আমাদের জাতীয় জীবনের প্রতিটা সংবাদে। আমাদের মধ্যে অনেকেই হয়ত এই পরিবর্তন এ অতটা খুশি হতে পারেননি, অনেকেই হয়তঃ মনে মনে ভাবছেন সবই আবার আগেরমত হয়ে যাবে দুদিন পরে, সেই একই অবস্থায় গিয়ে দাঁড়াবে দেশটা। তবে আমার মনে হয় সবাই জানেন বা খেয়াল করেছেন আর আটটা নির্বাচন এর মত ছিলনা এবারের নির্বাচন, সব দিক দিয়েই। ইস্যুগুলো আগেরমত ছিলনা, সীমাহীন দূর্ণীতি, জঙ্গীবাদ, বাড়তে থাকা জিনিসপত্রের দাম, যুদ্ধপরাধীদের বর্জন ও বিচার, পূনরায় গণতন্ত্রে ফিরে যাওয়া এরকম আরো অনেক কিছুই। ১১ই জানুয়ারী'র পরে কার্যত অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল, তার উপরে ছিল বৈশ্বক মন্দা, তারপরও এই নির্বাচনই ছিল সামরিকসহায়তাপুষ্ট সরকারটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তা তারা সফলভাবেই সম্পন্ন করছেন।

তাদের অনেক ব্যার্থতা সত্বেও অন্তত এই একটি কাজের জন্যে তারা সাধুবাদ পেতেই পারেন! আর নতুন সরকারও এই বিপুল বিজয়ে আগের জোট সরকারের মত ধরাকে সরা জ্ঞান করবেন না আশা করি। তাদের প্রতিটা পদক্ষেপই গতকালকের শেখ হাসিনার তার দলীয় কর্মীদের প্রতি আহবানের মতই ধৈর্যশীল এবং ইতিবাচক হবে। সুন্দর, স্বনির্ভর আর বিভেদমুক্ত নিরাপদ একটা বাংলাদেশের প্রত্যাশায় সুপ্রভাত ব্লগবন্ধুদের। আর একটা গান আনন্দধারা বহিছে ভুবনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।