নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
শুরু হচ্ছে দিন কিন্তু ভয়ে কেউ বলল না সুপ্রভাত। বলল না আজকের দিনটি ভাল কাটুক, কিংবা আজ দিনটি অন্য দিনের চাইতে নতুন।
যদি বলে এবং তারপর গতকালের মতই ব্যর্থ দিন আসে!
দুই দল অশান্তিকারী বন্দুক আর টিয়ার গ্যাসে
শহর মাতিয়ে রাখে, বোধহীন আনন্দে মিছিলেরা
দিন ভেঙে চুরে কাচের টুকরো ছড়িয়ে রাখে
কালো পথে। ভাল থাকা হবে না - এমন
হতাশার বীজ মহীরুহ হয়ে ছায়া ঢেকে দেয়।
নতুনত্ব কোথায় বসবাস করে। ফোজদারী মতাদর্শে
একটার পর একটা মামলা তসবির মত জপছে
গ্রাম গঞ্জের উকিল। আমরা উকিল হলে
যাহা বলিব সত্য বলিব - এভােব মিথ্যের
শপথ নিতে নিতে সুপ্রভাতে ফের অভ্যস্ত
হয়ে যেতাম।
বহুদন ধরে কেউ বলছে না, সুপ্রভাত। আজকের
দিনটি গতকালের চাইতে ভাল যাবে।
-
ড্রাফট ১.০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।