আমাদের কথা খুঁজে নিন

   

আসতেছে ! ঈদে পণ্যের মডেলিং এর নামে লোভ দেখিয়ে তরূণীদের ভোগের ধান্দায় বসে থাকা পরিমলদের সময় ।

আমার জন্য আমি। কম কথা বলি। কাজ করতে চাই বেশি। বেশি খারাপ লাগে দেশের সামগ্রিক বিষয়ের দুষ্ট চক্রকে ..... প্রতিবারের মত এবারও অনেক পরিমল হাউজ ( ! ) তাদের সময়ের জন্য বসে আছে। উঠতি (!) মডেল তরুণীরা বেশিরভাগই জেনে বুঝে এ কাজে নামে।

বন্ধু মহলে মডেল বলে একটু নামডাক আর হাতে পয়সা কড়ি ! আহ্ এক ঢিলে কত পাখি !!! কিন্তু এসব করে তারা আসলে কোন পথে পা বাড়াচ্ছে ? কিছু যে থাকবেনা তা না , যেভাবেই হোক এগুলো কিছু না কিছু থেকেই যায়। ঘটনা হল , এই মোহ কাজ করে কেন ???? আর সবই যদি মিউচুয়ালে হয়, তাইলে বিশেষ সেই মডেলের আর পরবর্তী মডেলদের ভিডিও নিয়ে এত তোলপাড়ের কারণ কি ??? বিশিষ্ঠ পিরিনচিবাল না বলছে সবই ভূল ---- সবই ভুল , মিউচুয়ালের মাশুল । কত শত মেয়ে এভাবে খারাপ হয়ে যাচ্ছে ........ আর যদি এটাকেই দেশের বর্তমান বাস্তবতা মানতে হয় , তাহলে নারীরাই তাদের একাংশের মান মর্যাদা খারাপের দিকে নিয়ে যাচ্ছে । আর বাকী একাংশ আবার তার প্রতিকারে নামছে ..... আর পরিমলরা মনের সুখে শুধু নদী না সাগরে ভাসছে। আছে নাকি আপনার আশেপাশে ২-৪ জন এমন সম্ভাবনাময় কেউ ।

পারলে তাকে একটু সতর্ক থাকার পরামর্শ দিয়েন। কারণ সময় খুব খারাপ , পুরুষের উগ্রতা দিনকে দিন বেড়েই যাচ্ছে । কিন্তু মিউচুয়াল হইলে কি-ই বা করার আছে ??? কোন রাস্তা আছে ??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.