আমাদের কথা খুঁজে নিন

   

জ্বর আসতেছে ..... এইটা একটা সিরিয়াস পোস্ট

sabujs@yahoo.com
আজকে অনেকদিন পর বৃষ্টিতে ভেজার হাউশ ( আমাদের গ্রামের আঞ্চলিক ভাষা ) হৈছিল । বলা যায় অনেকটা বিপদে পইড়া বৃষ্টিতে ভিজছি সন্ধ্যাবেলায় । চিটাগাং জিইসি মোড়ে সিএনজির জন্য দাড়ায়া আছি ... এমন সময় হুড়মুড় করে বৃষ্টি নামল ... সিএনজি আর না পাইয়া দাড়ায়া দাড়ায়া ভিজলাম অনেকক্ষন ..... তারপর কী মনে কইরা রিক্সা নিলাম ... রিক্সাতে করে জিইসি থেকে আসতে আসতে একটা বৃষ্টির ছড়া বানাইলাম ... .. ছড়াটা আমার দোস্ত তাইম্যা বান্দর ও খেকু শামিমের বিদেহী আত্মার প্রতি উতসর্গ কর্লাম ..... তামিম নাকি শহীদ হৈছে খেকুও হৈতে চায় এইকথা ভাইবা খেকু পাত্রী দেখতে যায় পাত্রীর বাবা বিরাট পুলিশ দুইখানা বন্দুক খেকু ভাবে বিয়ার পরে একটা নিবো যৌতুক খেকুর গায়ে গোলাপি জামা মুখে লাজুক হাসি লাজুক হাসির চিপা দিয়া খুকুর খুকুর কাশি কাশতে কাশতে খেকু শেষে পাত্রীর বাড়ি যায় গেইটে বসা দারোয়ান দেইখা খেকু ভিম্রি খায় মিনমিনে এক লাজুক স্বরে দারোয়ানরে বলে আমি মিয়া হবু জামাই দে ব্যাটা গেট খুলে ভিত্রে যাইয়া এসি রুমে খেকুর টেনশন হয় এমন সময় শাশুরী আইসা খেকুর খবর লয় খেকু ভাবে ইহাই পাত্রী দাত কেলাইয়া হাসি তুমি বড় সুন্দরী গো তোমায় ভালোবাসি হঠাত তখন বাঘের মতো ভিলেন শশুর রাগে খেকুরে দেয় দৌড়ানি এক খেকু পলাইয়া ভাগে এই ঘটনার পরে খেকু দেবদাস হৈয়া যায় পথে ঘাটে কাউয়া গুইনা নাক ডাইকা ঘুমায় ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।