সমাজের সব ভাইরাস থেকে মুক্তি চাই, জীবন এর এই ভাইরাস গুলো জীবন টা কে স্থবির করে দিতেছে
আইপিএলের গত তিনটি আসরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে অবিক্রীত থেকে গেছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি ১০টি ফ্র্যাঞ্চাইজের কেউ। ‘দাদাকে’ ছাড়াই এগিয়ে চলেছে আসর।
এরই মধ্যে নতুন খবর, আইপিএল দরজা এখনো নাকি বন্ধ হয়ে যায়নি সৌরভের!
খবরটা প্রকাশ করেছে ভারতের বার্তা সংস্থা পিটিআই। নিজেদের সূত্রের বরাত দিয়ে নয়, সৌরভের বক্তব্য উদ্ধৃতি করেই। আইপিএল প্রসঙ্গে আজ বুধবার স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে সৌরভ বলেন, ‘দেখতে পাবে, একটা ভালো কিছুই আশা করছি আমি। ’
সৌরভ খোলাখুলি কিছু বলেননি। তবে তিনি কোচি টাস্কার্স দলের অধিনায়কত্ব করার ইঙ্গিত দিয়ে থাকতে পারবেন।
শ্রীলঙ্কান বোর্ডের নির্দেশে ৫ মের মধ্যে দেশে ফিরে যেতে হবে কোচির অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে। তাঁর জায়গায় ফ্র্যাঞ্চাইজটি আনতে পারেন সৌরভকে। ইনজুরিতে থাকা স্টিভ স্মিথের বদলি হিসেবেও নাকি তাঁকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে কোচি।
সৌরভকে নিয়ে কোচির আগ্রহ নতুন নয়। নিলামে না কিনলেও নিলাম শেষে সৌরভের প্রতি আগ্রহ দেখিয়েছিল ফ্র্যাঞ্চাইজটি।
কিন্তু আইপিএল নীতিমালার কারণে তা সম্ভব হয়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।