আপাতত ঘুরপাক খাচ্ছি! একেকটা রাতি সীমাহীন আশায় জেগে থাকা রাতি বাদুর ঝোলা কদম ডাল নুয়ে পরে, নুয়ে পরে প্রহর। জেনে গেছো সীমানা থামিয়ে দিলে নিরুদ্দেশ যাত্রীকে রিক্ত হস্তে ফিরে আসে ব্যাকুলতা। ফিরে আসি বারবার ঘুম না আসতেই দ্বিপ্রহর একেকটা রাত্রী সহস্র প্রহর! একলা অবেলায় পৃথিবী! আমার পৃথিবী! ছুঁয়ে দেখা হয় না তোমায় মুখ ফুটে কথা বলা হয় না অনেক দিন। তোমার প্রকোষ্ঠে তাড়িত বায়ু শ্যামল অরণ্য বিধ্বস্ত সূর্যের ক্ষয়ে যাওয়া বিকিরণ, আমার শরীর বেয়ে নামে নতজানু হয়ে পড়ি কুর্নিশ করি তোমায়। বিভাজিত হৃদয় কাঁদে চলে যাওয়া প্রিয়জনের তরে নিঃসঙ্গতার লতা ছড়ায় এখানে ওখানে সঙ্গোপনে। বিনিময় হয় বিষণ্নতার বারুদ নিঃশেষে নিঃসারিত ধোঁয়ায়। অর্থহীন বেঁচে থাকার প্রলাপ উন্মাদ বেহিসেবী সময় জুড়ে। কিছু মুহূর্ত আরশিতে আগলে বেঁচে আছি বলেই বেঁচে থাকার আনন্দ, আকাশ মেঘের রঙ মায়ের সুমিষ্ট চুমু বাবার বুকে আশ্রয় প্রিয়জনের হাতের শেষ স্পর্শ। ছবি: নিজস্ব এলবাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।