আমাদের কথা খুঁজে নিন

   

একেকটা দিন

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

একটা শীতের সকাল আমি তোমার কাছে ধার করে নিয়ে ছড়িয়ে দিলাম অতিথি পাখির তুমুল সম্মেলনে; একটা দুপুর তোমায় আমি ইচ্ছে মতন কাঁদতে দিয়ে হারিয়ে গেলাম তোমার অচেনা কোনও এক নির্জনে। একটা বিকেল না হয় তোমার একলা কাটুক - এই না ভেবে কাছে না এসে, ছুটে যেতে চাইলাম আরও দূরে 'শেষ বিকেলের শেষ আলোটায় শেষ'বারটা খুঁজে নেবে' - এই ভেবে বুঝি জমালে মেঘটা অমন বিষাদ সুরে? সেই সন্ধ্যায় তোমার চোখের গাঢ় কুয়াশার মেঘটা এসে হঠাৎ আমার চোখ ভেজালো তোমার সুর শুনিয়ে; একটা রাত-ও তোমায় ছাড়া থাকতে পারিনা - তাই তো শেষে ফিরে আসি - অপরাধীর মতন মুখ লুকিয়ে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.