আমাদের কথা খুঁজে নিন

   

শান্ত পাখি ঘুঘু

আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’ শান্ত পাখি ঘুঘু সুন্দর বর্ণের শান্ত পাখি ঘুঘু। পায়রা জাতের ঘুঘু মূলত কলম্বিডি পরিবারের অন্তর্গত কলম্বিফর্মস বর্গের কর্ডাটা পর্বের পাখি। শান্ত স্বভাবের আদুরে এই পাখিটির ডাকের আওয়াজ থেকেই তার নামকরণ করা হয়েছে। আমাদের দেশে বিভিন্ন প্রজাতির ঘুঘু দেখতে পাওয়া যায়। এর মধ্যে_ তিলে ঘুঘু, রাম ঘুঘু, শ্যাম ঘুঘু, সবুজ ঘুঘু ও লালা ঘুঘু অন্যতম।

ঘুঘু পাখিকে অনেকে ঢুপি বলেও ডাকে। ঘুঘুর ইংরেজি নাম 'স্পটেড ডোভ' আর বৈজ্ঞানিক নাম-'স্ট্রেপটোফেলিয়া চাইনেসিস'। ছায়াঘেরা বনের নির্জন জায়গায় গাছগাছালির ফাঁকে খুব সকালের দিকে অথবা দিন গড়িয়ে যখন সন্ধ্যা নামে- গোধূলির ওই শেষ বেলায় খাবার খুঁজে বেড়ায় ঘুঘু। দিনের বাকি সময় গাছের ডালে বসে আরামেই সময় কাটায় ঘুঘু। কাজকর্মে ও চলাফেরায় দেখতে অলস মনে হলেও প্রকৃতপক্ষে পাখিটি ভীষণ চতুর আর চঞ্চলও বটে।

দুপুরের অলস সময়ে চুপ করে বসে থাকা ঘুঘু ছোট্ট কোনো শব্দ পেলেই বিপদের আশঙ্কায় মুহূর্তেই দ্রুতবেগে উড়ে হাওয়ায় মিলিয়ে যায়। সারাবিশ্বে কলম্বিডি পরিবারের অন্তর্গত পাখি আছে ৩১০ প্রজাতির। আর আমাদের দেশে বিদ্যমান প্রজাতির সংখ্যা ১৬। এর মধ্যে কেবল ঘুঘুই আছে অন্তত ৭ প্রজাতির। সচরাচর সারাদেশে যে ঘুঘুটি দেখা যায় সেটি তিলা ঘুঘু।

বুকের নিচে ধূসর। পিঠ বাদামি। গলায় কালোর মধ্যে সাদা ফোঁটা। এটি সাধারণত ২৮-৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে আমাদের দেশে ঘুঘুর বিদ্যমান প্রজাতিগুলোর মধ্যে দেখতে সবচেয়ে সুন্দর হচ্ছে সবুজ ঘুঘু।

এদের বাগানে, মাঠঘাটে অবিরত দেখা যায়। সবুজ ঘুঘুর ডানা ও পিঠের পালক সবুজ, ঠোঁট লাল। কপাল সাদা, মাথা ছাই রঙের, লেজ কালচে। গ্রীষ্মে নিজের সঙ্গীর সঙ্গে মিলে ঝোপঝাড়ে বাসা বাঁধে। একটু নিচু ঝোপঝাড়ে বাসা বাঁধতে পছন্দ করে ঘুঘু।

প্রজননের সময় প্রতিবার এক জোড়া করে বছরে তিনবার ডিম দেয় এটি। ডিম থেকে বাচ্চা ফুটলে প্রথম দুই-তিন দিন মা ঘুঘুর মুখ থেকে একরকম লালা নিঃসরণ হয়। আর ওই লালাই ছোট্ট ঘুঘু ছানার খাদ্য। কবুতরের ক্ষেত্রেও এমনটিই ঘটে। তাই ওই লালাকে 'পিজিয়ন মিল্ক' বলা হয়ে থাকে।

আমাদের দেশে ঘুঘু নিয়ে অনেক গল্প, লোকগাথা, বাগধারা, প্রবাদ-প্রবচনসহ বিভিন্ন উপকথা রয়েছে। আমাদের শিল্প-সাহিত্যে ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গেও ঘুঘুর সর্ম্পক রয়েছে। যেমন_ আমাদের দেশের একটি জনপ্রিয় প্রবচন হচ্ছে 'ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ দেখোনি। ' শান্ত পাখি ঘুঘু  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।