খারাপ খবরের যেন প্রতিযোগিতা লাগছে, সব দিকে শুধু হতাশাজনক চিত্র। সামাজিক অবক্ষয়, অস্থিরতা, দুর্নীতি, সাম্প্রদায়িকতা, পরমত অসহিস্নুতা । আমাদের জন্য কি ভয়াবহ কোন দুর্যোগ আসছে? এভাবে একটা দেশ কিভাবে চলে? নাকি জন্ম থেকেই এভাবেই চলছে? বয়স কম তাই আমি সেটা জানি না? খোদার কসম, আর এসব ভাল্লাগতাছে না। চিন্তা করতাছি গল্পের ওই কাউয়ার মত চোখ বন্ধ কইরা থাকুম। না দেখলে, না শুনলে কোন সমস্যাই নাই। দেশের বাইরে, তাই সরাসরি কোন সমস্যা গায়েও লাগবো না। বাঁচোয়া শেষ কথা ঃ আমার প্রিয় ব্লগার উদাসী স্বপ্নের এই লেখাটা পড়তে পারেন, ভালো লাগবে বাংলাদেশে একটা রেভুলেশন দরকার: কিন্তু হচ্ছে না কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।