আমাদের কথা খুঁজে নিন

   

আসেন সাকিব খান কে নিয়ে একটু অন্য রকম ভাবে চিন্তা করি ,চিন্তা -দৃষ্টি একটু বদলাই

জন্মই আমার আজন্ম পাপ বাংলাদেশ ফ্লিম ইন্ডাস্ট্রি(BFDC) এইখানেই আমাদের দেশের ফ্লিম বানানো হয়। একটা সময় ছিল যখন রাজ্জাক,সাবানার,সুচরিতা,আলমগীর,উজ্জ্বল মানেই হিট ফ্লিম, হল ভরতি মানুষ, একটা ছবি রিলিস হওয়া মানে দর্শকের আনন্দ,টাকা দিয়ে সিনেমা দেখতে যাওয়া। কিন্তু এখনকার সময়ে কি হচ্ছে ? ছবি ঠিকই কিন্তু বের হচ্ছে কিন্তু হল খালি , দর্শক আছে কিন্তু টাকা দিয়ে টিকিট কিনতে রাজি নাহ , কারন একটাই... ভাল কোন ছবি এখন আর বের হয় নাহ । তবে কিছুদিন পর পর যে ছবি বের হচ্ছে তার কারন কি ?? কারন একটাই আপনি আমি হলে যাই নাহ, যারা যায় তাদের রুচির উপর নির্ভর করেই বাংলা ছবি বানাতে হয়। একতা ছবির উপর পুরো একটা ইউনিট এর পেটের ভাত নির্ভর করে , আর সেই ভাত যোগাতে হলের দর্শক যে নায়ককে চাইবে তাকে দিয়েই ছবি বানানো লাগবে, যার মধ্যে সাকিব খান অন্যতম ।

সাকিব খান আছে বলেই আজও হল নামক বস্তুটা আছে, আজও ঈদে বাংলা ছবি বাইর হয় । কিছু মানুষের পেট চলে । ফ্লিম ইন্ডাস্ট্রি আমাদের দেশে ছিল দ্বিতীয় ইন্ডাস্ট্রি, কিন্তু আজ আর নাম নিশানাও খুজে পাওয়া যায় না। ধরে নেই , ফ্লিম ইন্ডাস্ট্রির সাথে কোন না কোন ভাবে আমাদের দেশের ১০% জনসংখ্যা জড়িত, অভাবের দেশ, রাস্তায় বাইর হলে ফকিরের অভাব নাই , তার উপর এই ১০% মানুশের পেটের ভাত নাই , তারাও ফকির , এবার ভাবুন দেশের পরিস্থিতি। আজ ফেসবুক পেজে আমার ছবি ছেড়ে দেন, ভাল কোন কমেন্তস হলে আমি হিট আর নয়ত সবার কাছে আমি হিজড়া ।

একটু ভাবুন চলচিত্র প্রতিযোগিতা অর্জুন রাম পাল VS সাকিব খান । আপনি আমি বাংলাদেশী অন্তত নিজের দেশকে সম্মান জানিয়ে হলেও সাকিব খানকেই কিন্তু ভোট তা দেব। তবে তাইলে ফেসবুক এর মাধ্যমে তাকে নিচে নামানো কেন ? দিন, প্রতিদিন তার ছবি নিয়ে শুধু যে তাকে ছোট করা হচ্ছে তা নাহ , আমরা আমাদের দেশকে ছোট করছি , আরে ভাই ভাবুন বিদেশি কোন বন্ধু জিজ্ঞাসা করল “ তোমার দেশের একটা নায়কের কথা/নাম বলতো ? “ প্রথমেই সাকিব খানটা আসবে,কার না কারো মুখ থেকে । সাকিব খান না থাকলে বাংলাদেশ ফ্লিম ইন্ডাস্ট্রি চলতো নাহ, হল বন্ধ হয়ে যেত , বাংলাদেশে ফ্লিম বলে কিছুই থাকতো নাহ, ফ্লিম এর সাথে যারা আছে তারা না খেয়ে থাকতো । সাকিব খান আপনার আমার কাছে কিছু নাহ, কিন্তু কারো কারো কাছে সে অন্ন দাতা।

তার ছবি মুক্তির উপরে হয়ত কারো সন্তানের পড়ালেখা, পেটের খাবার, মায়ের হাসপাতালের খরচ জুটে , কিন্তু আফসোস হয় তখনই যখন সে না জেনে সেই অন্ন দাতাকে “হিজড়া” বলে সম্বোধন করে । আজব একটা দেশে আছি আমরা ,আর কিছু কিছু মানুষ বিশেষ করে ফেসবুক পেজের এডমিন গুলো প্রতিদিন কিছু না কিছু খারাপ কথা সেই মানুষটার নামে লিখে যাচ্ছে যে কিনা একাই পুরো ফ্লিম ইন্ডাস্ট্রিটা চালিয়ে নিয়ে কিছু মানুষের পেটের ভাত যোগাচ্ছে কিনবা বেকারত্ব কমাতে সাহায্য করছে। সাকিব খান আমাদের দেশের ফ্লিম ইন্ডাস্ট্রির সম্পদ , ঠিক যেমনটি এখন আমাদের অনন্ত জলিল। তাই আপনাদের সবার কাছে আমার চাওয়া আসুন আমরা আমাদের সম্পদের গুণগান গাই, মানুষের কর্ম নিয়ে কথা বলি ব্যাতিত্ত নিয়ে নয়। নিজের দেশে বসে ফেসবুক পেজের এডমিন গুলো নিজের দেশের সম্পদ গুলোকে নিয়ে বিকৃত মনুষ্যত্বের প্রকাশ ঘটাচ্ছে তবে এরা কি দেশদ্রোহী নয় ??????? নাকি এরাও দেশপ্রেমিক ????  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.