অপেক্ষায় আছি একটা মিরাকেল ঘটবে আমার জীবনে । আমি সবটুকু শক্তি দিয়ে নিজের স্বত্তাকে অনুভব করতে পারবো । অন্ধ মানুষ গুলোর দুঃখ বোঝার চেষ্টা করি । তারা কতটা অসহায় ! আমাদের জীবনের মুল্যটা কোথায় ? কিছুর অনুপস্থিতি থাকলেই আমাদের বলা হয় প্রতিবন্ধী । আমাদের বিবেকের যে হাত , পা , চোখ , কান আছে , সেইগুলোতে প্রতিটি মানুষ প্রতিবন্ধী ? আমরা আজ অনেক অসহায় ।
মিরাকেল দরকার এই কারণে যে , আমি একটা সিস্টেমের মাঝে পড়ে গেছি । কোনো মতে নিজেকে সেই আবর্জনা থেকে টেনে তুলতে পারছিনা ।
খুব কষ্ট হয় , বিবেকের ধ্বংসটা হচ্ছে আমার চোখের সামনেই , দিনকে দিন আমি মিথ্যের আশ্রয়ে বাঁচতে চাইছি । সহজ উপায় খুঁজতে গিয়ে পড়েছি কঠিন খেলায় । সেই খেলায় জয়ী হতে নিয়েছি অবৈধ অবলম্বন ।
আমি নিজের কাছে নিজে ছোট হয়েছি । কেউ জানেনা আমার এই নষ্ট হবার গল্পটা । আমি কিন্তু এই সমাজের কাছে নষ্ট নোই একদম , আমি নষ্ট আমার নিজের কাছে । আমি আর সবার মত চলি , খাই , ঘুরি , অথচ দিন শেষে যখন লুকিং গ্লাসে নিজেকে দেখি , তখন খুব কষ্ট হয় । মায়া হয় নিজেকে দেখে ।
আমি পথে চলতে গিয়ে সব মানুষগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ করি । তাদেরকেও আমার মত মনে হয় , সবার মাঝে এক ধরণের অবহেলা দেখতে পাই চোখে মুখে , শিক্ষিত মানুষগুলোর মুখে এই চিত্রটি আরো বেশি দেখতে পাই । কিছু একটা লুকোনোর স্বভাব যেন পেয়ে বসেছে শিক্ষিত মানুষগুলোর মাঝে । যে সব চাইতে বেশি শিক্ষিত , তার লুকোনোর কায়দা তত কঠিন , তাকে বুঝতে পারা , পড়তে পারা ততটাই কঠিন ।
আমি উচ্চ শিক্ষিত নোই , তাতেই আমি নিজের লুকোনোর অভিনব কায়দা দেখে রিতিমত বিষ্মিত ।
আমরা প্রত্যেকেই আমাদের লুকোনোর মাঝেই ভালো থাকি যেনো । আমরাই বা কি করব ? যুগ যুগ ধরে চলে আসা লুকোনোর অভ্যেসটা আমরা চাইলেই সরাতে পারিনা নিজেদের কাছ থেকে ।
আমি তাই মিরাকেল চাই , আমাকে আমি বদলাতে চাই , নিজেকে লুকিয়ে প্রতিবন্ধী করে রাখতে চাইনা আর । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।