মানুষ মরেনা কখনো একেই বলে গর্জে ওঠো বাংলাদেশ.... এখন পাড়ায়-পাড়ায় মানুষজনের সংগবদ্ধ আক্রমন শুরু হয়েছে, কবে যেন গণজোয়ারে রূপ নেয়- এই দু:চিন্তায় আছি....
নোয়াখালী, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে চার জন নিহত হয়েছে। গণপিটুনির আগে সন্দেহভাজন ওই ডাকাত দলের হামলায় মারা যায় এক জন।
বুধবার ভোররাতে চরকাকড়া ইউনিয়নের রহিমার টেক এলাকায় গণপিটুনির এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আফম নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, রাত ৩টার দিকে রহিমার টেক এলাকায় ডাকাতির সময় স্থানীয় লোকজন ডাকাত দলকে ঘেরাও করে।
এক পর্যায়ে গণপিটুনিতে চার জন নিহত হয়। তার আগে ডাকাতের হামলায় নিহত হয় মোশাররফ হোসেন মাসুদ নামে স্থানীয় এক যুবক।
নিহত তিন জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আলাউদ্দিন, পিচ্চি কালাম ও ফারুক। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা নিজাম জানান।
আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আহ্বান সত্ত্বেও গণপিটুনির এ ঘটনা ঘটলো। গত ১৮ জুলাই রাজধানীর উপকণ্ঠে সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় যুবক নিহত হয়। পরে জানা যায়, তারা সবাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
বিডিনিউজ ডটকমের সৌজন্যে, মূল পাতার লিঙ্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।