নিজেরে চিনি না যাদেরকে সাভারে ৬ জন ছাত্রকে গ্রাম বাসি কতৃক হত্যার পর দুখ্য করতে দেখেছি তাদেরকেই RAB কোন সন্ত্রাসি কে হত্যা করার পর উল্লসিত হতে দেখি। কিন্তু এটা কেন? গ্রাম বাসিরা যেমন হত্যর কারন হিসেবে তাদের কে ডাকাত তকমা দিয়েছে RAB তেমনি কিছু মানুষকে অপরাধি তকমা লাগায়। হয়ত তারা অপরাধি। কিন্তু অপরাধি হলেই কি কাউকে হত্যা করা যায়? এই ৬ জন ছাত্র না হয়ে ডাকাত হলে কি আমরি দুখ্য পেতাম। পাওয়া উচিৎ। কারণ আমরা বিনা বিচার এ হত্যার অনুমদন দিলে বহু নিস্পাপ প্রাণ পুস্পতিত হবার আগেই ঝরে যাবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।