আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লী কা লাড্ডু

ভেতর ভেতর যাই পুড়ে যাই কেউ বুঝেনা আমার আগে... চেনা জানা সবাই অবাক...এ-ও সম্ভব! যে কি না প্রায় মাইকিং করে জগত শুদ্ধ লোকজনকে জানিয়েছে যে 'যেমন আছি তেমন রবো বৌ হবনা রে'..সেই মেয়ে হুট করে কি ভাবে লাল টকটকে বেনারসি পরে বৌ সেজে সুন্দর শ্বশুরবাড়ি চলে গেল!!! শেষ পর্যন্ত বাবা-মা এবং পরিবারের সবার পীড়াপীড়িতে বিয়ের পিঁড়িতে বসতে হল আমাকে গত ১৫ই জুলাই ২০১১। ৮ই জুলাই পাত্রপক্ষের সাথে দেখা আর সেই দিন-ই পাকা কথা। ৭ দিনের ভেতর-ই আমাকে পা রাখতে হল জীবনের নতুন এক অধ্যায়ে। নতুন করে স্বপ্নের জাল বোনা, এককে বারে অপরিচিত একটা মানুষকে রোজ একটু একটু করে আবিষ্কার, অন্য একটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়া, নিজের অভ্যাস হতে বেশ কিছু বিষয়ের বিয়োজন এবং সংযোজন, সর্বোপরি অতীতকে ছাইয়ের গাদায় চাপা দিয়ে নতুন পথে পা বাড়িয়েছি আমি। দ্বিধা-দ্বন্দ্ব, শংকা, ভীতি ইত্যাদি-ও আমার পিছু পিছু হাটতে শুরু করেছে। আমার মা-বাবার বিয়ে-ও হয়েছিল এককেবারে না দেখে হুট করে। বাসরঘরে আমার বাবার বলা একটি কথার উত্তরে আমার মা বলেছিলেন 'বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর'। আমি-ও সেই কথাটিকে বুকে ধারণ করে নতুন জীবনের সূচনা করেছি। আশা করি সামু পরিবারের সকলের শুভকামনা আমার চলার পথের সাথী হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।