দ্যা ব্লগার অলসো.....
আবুধাবীতে যখন ছিলাম, গাড়িতে সারাক্ষন এফএম শুনতাম। রাস আল খাইমা আসার পর অনেক কমে গেছে এই বিনোদন। আজ দুপুর বেলা গাড়িতে ৯৪.৭ এফএমে ইন্ডিয়া বনাম শ্রীলংকার ম্যাচ নিয়ে আলাপ হচ্ছিলো। অতিথি ছিলো চারু শর্মা। ফাঁকতালে তিনজাতি সিরিজের প্রসঙ্গ টানলো আর জে।
বললো, বাংলাদেশ এখন একটা স্ট্রং সাইড। গত দুটো সিরিজ জিতে বাংলাদেশ এখন ভালো অবস্থানে আছে। ইনডিয়ার উচিত হবেনা তাদের হালকাভাবে নেয়া। আর জের কথা শুনতে শুনতে বুকটা গর্বে ফুলে উঠছিলো। কিন্তু পরক্ষনেই ক্রোধে উন্মত্ব হয়ে গেলাম চারুর কথা শুনে।
সে যেন তুড়ি মেরেই উড়িয়ে দিলো আমাদের। বললো-'' না , না, বাংলাদেশ যতোই উন্নতি করুক, দিল্লী বহত দূর হ্যায়।
ইনডিয়া এখন এক নাম্বার টেস্ট দল। তাছাড়া আমাদের ধোনি, ইউভি(যুবরাজ), ইরফান, সুরেশ কেউ একজন বাজালেই হলো। ব্যাস! বাংলাদেশ যদিও আমাদের একটা ম্যাচ হারিয়েছিলো।
(ওই একটা ম্যাচের দুঃখ জনমভরেও ভুলতে পারবিনা তোরা হারামীর দল) তবে আমার মতে তাদের হারানোর জন্য ইনডিয়ার এমনকি ঘামও ঝরানো উচিত নয়। ''
এমন দাম্ভিকপূর্ণ কথাবার্তার পর আমার মুখ দিয়ে একটা শব্দই বেরুলো-''কুত্তার বাচ্চা!!''
ইনডিয়া আজ শ্রীলংকার কাছে হেরেছে। কিন্তু সেটা আমার কাছে তৃপ্তিকর নয়। আমি তাকিয়ে আছি তিনজাতি সিরিজের দিকে। অন্তত একটা ম্যাচ যদি হারাতে পারি....একটা ম্যাচ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।