শৃঙ্খল হতে মুক্তির লড়াইয়ে যুক্ত থাকতে চাই সিলেটের জিন্দাবাজার এলাকার শাহজাহান রেস্টুরেন্টের বাবুর্চি আরিফুল ইসলাম ১১ মাস যাবত কাজ করে আসছেন। ৭মাসের বেতন বকেয়া থাকায় ১৩ জুলাই তার বেতন পরিশোধ করার কথা ছিল। ঐ দিন বাবুর্চি আরিফুল ইসলাম ডিউটি শেষ করে বেতন চাইতে গেলে ম্যানেজার সাইফুল ইসলাম আরও দুইজন ভা...ড়াটে সন্ত্রাসী সহায়তায় তাকে আবাসিক হোটেলের রুমের ভেতরে ঢুকিয়ে তার বুকে ও পেটের নিচে উপর্যপুরি আঘাত করে তাকে হত্যার চেষ্টা চালায়। আরিফুল ইসলাম তার উপর নির্যাতন করার বিষয়টি আচ করতে পারায় সংগঠনকে ফোন করে অবগত করেন। তার ফোন পাওয়ার পর সংগঠনের সাধারণ সম্পাদক পুলিশ নিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যাবসস্থা করেন।
কিছুদিন আগে সোবাহানিঘাট আল-করিম রেস্টুরেন্টের মালিক একজন শ্রমিককে বেতন না দিয়ে নির্যাতন করে তাড়িয়ে দেয়। শ্রমিকের ভাই বেতন চাইতে গেলে তাকেও নির্যাতন করা হয়। পানাহার রেস্টুরেন্টের বাবুর্চি মাহিদুল ইসলামকে তার আইনী পাওনা পরিশোধ না করে কোন কারণ ছাড়াই তারিয়ে দেয়া হয়। অনুরূপ ঘটনা ঘটে ওসমানি মেডিকেল সংলগ্ন মিঠু রেস্টুরেন্টের শ্রমিক মোশারফকেও সরকার ঘোষিত গেগেট অনুযায়ী চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বাসা ভাড়া ভাতা, সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত ডাবল মজুরী, নোটিশ পে, গ্রাচুইটি পরিশোধ না করে তাকে বে-আইনীভবে ছাটাই করা হয়েছে। সরকার ঘোষিত নিম্নতম মজুরী ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে ১২ জুলাই শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচী থেকে ফেরাআর পর বিভিন্ন শ্রমিককে বে-আইনীভাবে ছাটাই করা হচ্ছে।
শ্রমিকেরা অধিকার ও দাবি আদায়ের জন্য যখন ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করছেন তখনই মালিকেরা বেপরোয়াভাবে শ্রমিক নির্যাতন শুরু করেছেন। মালিকদের এই অমানবিক ঘৃণ্য নির্যাতনের বিরুদ্ধে সকিলকে ঐক্যবদ্ধভাবে সংগটিত হয়ে প্রতরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিকদের রক্ত-ঘামে উপার্জিত সম্পদ দিয়ে আলিকরা আরাম আয়েশ করে। শ্রমিকরা যখন ন্যায্য মজুরী দাবি করে তখনই নেমে আসে মালিকগণের বিভিন্নমুখী নির্যাতন। এসকল অন্যায় অত্যাচারের জোর প্রতিবাদ গড়ে তুলতে হবে।
শাহজাহান রেস্টুরেন্টের বাবুর্চি আরিফুল ইসলামের উপর নির্যাতনের প্রতিবাদে ও শ্রমিক নির্যাতনকারী সাইফুল ইসলামসহ নির্যাতনকারী সকল হোটেল মালিকদের বিচারের দাবিতে ১৬ জুলাই বিকেল ৪টায় সিলেট নগরের কোর্ট পয়েন্টে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ থেকে দায়ী ব্যক্তিদের শাস্তির জোর দাবি জানানো হয়।
প্রচারে-
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।