আসুন একটু ফ্লাশব্যাকে যাই!
১৬৪৪ সালে মোঘল সম্রাট শাহজাহান ইংরেজদের বাংলায় বিনাশুল্কে বানিজ্য করার অনুমতি দেন!
আজ আমাদের অবস্থা দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের জি এস পি সুবিধা বাতিল করলে আমরা হাহাকার করে উঠি!
সেই ইংরেজরা আজ আমাদের আবার জি এস পি বাতিলের হুমকি দিতে পারে!
প্রকৃত অবস্থা হল যে, একটি জাতিকে ধংস করতে হলে যদি সম্মুখ সমরে ব্যর্থ হও তাহলে তার সামাজিক সাংস্কৃতিক দিকে আক্রমন চালাও। তার ইতিহাসকে মন মগজ থেকে ভুলিয়ে দাও। এমনি ভাবেই মুসলিম জাতিকে পঙ্গু করে দেয়া হয়েছে। কিন্তু অত্যন্ত সচেতন ভাবেই আমরা আজও সেই ব্যার্থতাকে কাটিয়ে উঠতে পারিনি। আজও আমরা ইতিহাস পড়ায় গুরুত্ব দিতে পারছিনা! ইউনিভার্সিটিতে যে ছেলেটি ইতিহাস পড়ে সে সবসময় মনঃকষ্টে ভোগে। কিন্তু সেই ছাত্রটিই হতে পারে একটি জাতির কান্ডারী!
আমরা আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গা থেকে আর একটু পরে মৃত্যু এমন নয়, বরং আজ আমরা জাতি হিসেবে পুরোপুরিই মৃত! আজ যারা ব্যাবসা বানিজ্য অরে দেশে বিদেশে নাম কামাচ্ছে তারা আসলে কার জন্য করছে! বিশ্বের ৩য় বৃহত্তম শপিং মল বাংলাদেশ কিন্তু কার জন্য কার দায়ে! সত্যিই কি বাংলাদেশে এটা কোন দরকার ছিল? বা এদেশে এটা মানানসই? আজ যদি এই একই কর্তৃপক্ষ যমুনা ফিউচার পার্ক না করে টাটার মত গাড়ি তৈরীর কারখানা করে সে গাড়ি বিদেশে রপ্তানী করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আমদানীর ব্যাবস্থা করতো, তাহলে তাকে সাধুবাদ জানানো ছিল আমাদের নৈতিক দায়িত্ব! কিন্তু এসব কার জন্য ! সুইস ব্যাঙ্কের একাউন্ট ফুলে ফেপে উপচে পড়ে! কিন্তু তবু এদের আরো চাই! আরো চাই!
আবার ফিরে যাচ্ছি সেই ইতিহাসে, স্যার মুহাম্মদ ইকবাল বলেছিলেন, "নিশ্চিত্রূপে আমরা হিন্দুদের ছাড়িয়ে গেছি। আমরা দ্বিগুন বর্নপ্রথার রোগে আক্রান্ত- ধর্মীয় বর্নপ্রথা, ফের্কা-উপফের্কা এবং সামাজিক বর্নপ্রথা, যা আমরা হিন্দুদের থেকে পেয়েছি। যেসব নীরব পন্থায় বিজিতরা বিজেতাদের উপরে প্রতিশোধ গ্রহন করে এ হল তার একটি"
তাই আসুন আজ আবারো বিশ্বের বুকে মাথা তুলে দাড়াবার জন্য ইতিহাস বেশী করে অধ্যায়ন করে এখান থেকে শিক্ষাগ্রহন করে জাতীয় জীবনকে আলোকিত করে তুলি! অনৈক্যের ভাষা বাদ দিয়ে ঐক্যের ভাষা গ্রহন করে সামনে এগিয়ে যাই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।