ব-দ্বীপ মানে বদ্ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক। উফ অসহ্য! ২০০ টাকা সিএনজি ভাড়া দিয়ে বাসার সামনে নামলাম। বাসার সামনে রাস্তা ভাঙ্গা, পানি জইমা আছে, সিএনজি যাইব না ( নবাবের পোলাতো তাই ) ।
কি আর করমু হাইটাই পার হইলাম (ছোটলোকের পোলা আমি, তাই প্রবলেম হয় নাই )। ঘরের ভিতরে ঢুইকা দেখি কারেন্ট নাই। মেজার গরমরে প্রেসার কুকারের মত আরো উপরে নিয়া গেল পানি ছাড়া টয়লেট । কোন মতে বাইর হইয়া শুনি আম্মা চা দিতে আপারগ। গ্যাস নাই।
ওফফ কেউ আমারে বাচাও। ল্যাপটপ্টা ওপেন কইরা বুঝলাম আজকা সবাই অরুন চৌধুরি নিয়া ব্যাস্ত। আরেক পরিমলের আগমন । মেজাজটাই বিলা কইরা দিল। ব্লগে লিখতে জামু, উফফফফ! মশার কামড়।
কিছুতেই শান্তি নাই। দেখি আল্লাহর কাছে কিছু চাইয়া পাই কিনা, নামাজে দাড়ানোর দরকার। ধিড়িম, ধিড়িম । কি হইল রে? আমাগো ৯০% মুমিন মুসলমানের ফুলেরমত পবিত্র পোলাপাইন শবের বরাতের নেকি হাসিলের লাইগা আগে থেইকাই প্রশ্ততি নিয়া বাঙ্গালি মিসাইলের টেস্ট করতাছে । ভাল।
কেউ কিছু কয় না কেন? ওইসব পোলাপাইনের বাপ মাই কই গেল , আর পাড়ার মুরুব্বিরাই গেল কই গেল? সাহারা আপার প্রশাসনের কঠোর ব্যবস্থাই বা গেল কই ?( আপাতো সব ব্যাপারেই কঠোর ব্যবস্থা নেয় তাই ধারনা করলাম )
যাউজ্ঞা, একটা নিতান্তই ফকিন্নির পোলা হইয়া এত কেনোর উত্তর নাই নিয়া একটা কথাই কইতে চাই আসেন আর ভাল্লাগেনা , একটু শান্তিতে থাকতে চাই, তাই আমার মত যত ফকিন্নি আছে যাদের মনে, শরিরে কোথাও শান্তি নাই চলেন সবাই অশান্তি শুরু করি। আর সেই অশান্তি শুরু হোক পটকাবাজদের গদাম দিয়া শেষ হোক আমাদের শোষনকারী, ভন্ড ধান্ধাবাজ রাজনীতিবিদদের দিয়া। আসেন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।