আমাদের কথা খুঁজে নিন

   

'বিক্রিত' ও 'বিকৃত' গণমাধ্যম ও নুহা প্রসঙ্গে আমার কিছু কথা....।

A man who is not afraid is not aggressive, a man who has no sense of fear of any kind is really a free, a peaceful man ব্লগে একটি পোস্ট স্টিকি করা হয়েছে। সামুকে ধন্যবাদ। লেখাটি পড়ে আর চোখের পানি আটকাতে পারলাম না। গতকাল সারারাত জেগে গণমাধ্যম আর সাংবাদিকতার উপর একটি লেখা লিখেছিলাম। Click This Link তখনো এ লেখাটি পড়া হয়নি।

পড়লে হয়তো আমার লেখাটি আর এত সংযত থাকত না। একজন ব্লগার(ভুদাই) মন্তব্য করেছেন,"ঠিক এমন একটি মৃত্যু ২০০২ সনে ঢাকার খিলগাঁও এলাকায় ঘটেছিল। তখনো দুই মাসের শিশু সন্তানটি বাবার লোকে চড়ে নিজ বাড়ির সামনে বেড়াচ্ছিল। অদূরেই ছিনতাইকারীদের এলোপাথারী একটি গুলি এসে কেড়েনিয়েছিল নিস্পাপ শিশুটির প্রান। তখন স্বরাস্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলতাফ হোসেন চৌধুরী শিশুর বাবা-মা’র বাড়ি গিয়ে শান্তনা দিতেগিয়ে আবেগবশত বলেছিলেন-"আপনাদের শান্তনা দেবার ভাষা আমার নেই, শুধু বলবো-আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন"! সেই বক্তব্য নিয়ে সারা দেশের সকল মিডিয়া ধিক্কার জানিয়ে তোলপার করেছিল।

মৃত্য শিশুটির ছবি নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ততকালীন স্বরাস্ট্রমন্ত্রীর পদত্যাগ করার জোড়ালো দাবী জানিয়েছিলেন এবং শেষ পর্যন্ত আলতাফ চৌধুরীকে স্বরাস্ট্র মন্ত্রীর পদ হারাতে হয়েছিল। " আমদের পুলিশ বাহিনীতো ব্যাস্ত বিরোধী দল দমনে। আইন শৃঙ্খলা রক্ষা করার সময় কোথায়। গত মাসে আমার একমাত্র বড় বোনের একটি মেয়ে জন্ম নিয়েছে। আমি নুহার লেখাটি পড়ে যেন আমার ফুটফুটে ভাগ্নির রক্তাত্ত নিথর দেহ দেখতে পাছ্ছি।

প্রতিদিন পত্রিকায় হয় ধর্ষন না হয় খুন,না হয় গুম, না হয় অফরণ। বিশ্রী মুখের মিথ্যাবদী সরাষ্টমন্ত্রী তো তার নির্লজ্জ মিথ্যাচারের সীমা অতিক্রম করে গেছে। কয়েকমাস আগে কেন জানি টিভি-র সামনে বসে বিটিভি খুলেছিলাম। সংসদ অধিবেসন চলছিল। যদিও বিটিভি এবং সংসদ অধিবেসন দুটোই দেখার মানসিক ধৈর্য অনেক আগেই হারিয়েছি, তবুও ধৈর্য ধরে অনেক্ষণ শুনলাম।

ধৈর্যের যতটুকু বাঁকি ছিল তাও ওইদিন বিসর্জন দিয়েছিলাম। বিরোধী দল যখন কোন সমালচনা করছিল সরকার দল তখন পাল্টা তাদের শাসন আমলের ফিরিস্তি শুনাছ্ছিল। সংসদে সেদিন প্রধানমন্ত্রী ছিলেন না। প্রধানমন্ত্রীর বদলে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী ফ্লোর পাওয়ায় মুখ ভেংচিয়ে বক্তব্য দিলেন অনেকটা এরকম "আপনারা আমাদের চাইতে আরো বেশী অপকর্ম করেছেন একই বিষয়ে। ভুইল্যা গেলেন সেই নওসীনের কথা?? আল্লার মাল আল্লায় নিছে, কইছিলেন না, আরো শুনবেন...............এরকম বক্তব্য"।

ব্যাপারটা যেন তুলানা করে কমবেশী প্রমাণ করার মাঝেই সীমাবদ্ধ। হায়রে! কোন দেশে বাস করি?? প্রত্যেকটি খুনের ঘটনা আমাদের কুমারী সরাষ্টমাতা গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে যা বলেন "আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, এটি একটি বিছ্ছিন্ন ঘটনা"। আর কত নওশীন আর নুহা মারা গেলে এর প্রতিকার হবে? আর গণমাধ্যমের ভূমিকা নতুন করে নাইবা বল্লাম। পাঠকরাতো কয়দিন ধরে কম দেখছেন না। ১৯ তারিখ মানববন্ধনে যেতেপারব কি না জানিনা।

কারণ আমার ইন্টার্নী চলে গাজিপুরের শ্রীপুরে। তবুও আমি চাইব সব ব্লগাররা এই কর্মসূচির সাথে একাত্বতা ঘোষণা করবেন। আর একজন নুহাকেও আমরা হারাতে চাই না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.