আমাদের কথা খুঁজে নিন

   

বেছে নেয়া.....।

চলে যাবো বহুদুর..। আসলে মানুসের জীবনে কিছু সময় আসে, যখন মানুস থাকে পুরপুরি একা। কোনটা স্বাভাবিক ছিল, কোনটা অন্যরকম হয়ে গিয়েছে বা আগের বার এর সাথে মিল নেই কেন!! এই সব দেখার কোন যৌক্তিকতা থাকে না। থাকে শুধু নিজের সম্পর্কে কিছু আত্মবিশ্বাস আর মনের মধ্যে যে টুকু যোর পাওয়া যায়। ব্যাস আর কিচ্ছুই থাকে না। হতাশ হয়ে পড়ার সব ধরনের কারণ চোখের অকপটে চলে আসে। সামনে থাকে মাত্র দুইটা পথ......। হয় ছেড়ে দিয়ে পরিস্থিতির সাথে সাথে চলে হার মেনে নেয়া (যেটা করা সব চাইতে সহজ) অথবা Lets walk alone… ভেবে নিয়ে নিজের পরিস্থিতি নিজেকে গড়ে নেয়া। এখন just এটা আমাদের choise আমরা কি করব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.