আমি যখন কলেজে পড়তাম তখন সময়টা ছিল ২০০০ এর শুরুতে!কেবল মোবাইল এসেছে, বিটিভি তার রাজত্ব হারিয়েছে, দেশাল এর আগমন ঘটেছে। সব মিলিয়ে জগাখিচুড়ী!একটা নতুন আবহ তে বড় হচ্ছিলাম!আমরা কিন্তু কিশোর শুনেছি, পার্থ শুনেছি আবার তাহসান এর জন্ম ও দেখেছি, আবার দেখলাম আর্টসেল আর ওয়ারফেজ কে!কাজেই পুরাতন আর নতুন এর মধ্যে নিজেদের গা সমান তালে ভাসানওটা খুব সহজ ছিল!খুব সহজেই ভরকে যায়নি!কিন্তু এখন একটা ব্যাপার দেখছি, এখনকার প্রজন্মদের মধ্যে!সেটা হল পুরাতন কে অবজ্ঞাকরা!এই অর্থে তারা যে শুনেনা তা না তারা আসলে জানতে চায়না পুরাতন কেমন ছিল খুব দ্রুত সব কিছু হাতের কাছে চলে আসাতে খুব অল্পে যা পাওয়া যায় সেটা কে পাওয়াকে তারা সব মনে করছে!গুলশান বনানী সংস্কৃতি আমাদের কখনোই কাম্য ছিল কি?অথচ এখনকার স্কুলপড়ুয়া বাচ্চাদের মধ্যে আমাদের ছোটবেলার সেই শুদ্ধতা খুজে পাইনা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।