সবটাই চাই। তুমি নয় খানিকটাই দিও,তাও না পারো তো-কিছুই চাইনা। তবুও সবটাই চাইতে চাই। চাইতে দিও.. ছুয়াব কিংবা নেকির আশায় শবেবরাতে হালুয়া রুটি খাওয়া বা বিলানু বেদাত। এবং এই রাতকে উদেশ্য করে নেকির আশায় মসজিদে মসজিদে রাত ভর নামাজ পড়া ও মসজিদকে আলো্ক সজ্জা করাও বেদাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।