আজ যদি ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড হত তাহলে আমাদের মা বোনরা কত শান্তিতেই না থাকত। আমরা আল্লাহ প্রদত্ত আইনকে ইডিট করে নিজের রচিত সংবিধান দিয়ে দেশ চালাই এমতাবস্থায় আমরা কিভাবে শান্তি আশা করি; আল্লাহ পাক বলেন, " হে ঐশীগ্রন্থধারীগণ! আমার রাসূল তোমাদের নিকট যা নিয়ে এসেছে, তোমরা কিতাবের যা গোপন করতে সে তার অনেক অংশ তোমাদের নিকট প্রকাশ করে এবং অনেক কিছু মাফ করে থাকে। আল্লাহর নিকট হতে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের নিকট অবশ্যই এসেছে।" (সূরা মায়িদাহ আয়াত: ১৫) উক্ত সূরার ব্যাখ্যায় বলা হয়েছে, একবার আহলে কিতাবগণ রজম সম্পর্কে জিজ্ঞেসা করার উদ্দেশ্যে নবী করীম (সাঃ) এর দরবারে উপস্থিত হয়। তখন তিনি ইহুদীদের বড় আলেম ইবনে সুরিয়াকে খোদার শপথ দিয়ে জিজ্ঞেসা করলেন। তোমাদের ধর্ম মতে ব্যাভিচারের শাস্তি কি রজম নহে? ইবনে সুরিয়া আসল কথা হুজুরের নিকট প্রকাশ করল, ব্যভিচারের শাস্তি রজম নির্ধারিত করা হয়েছে। আমাদের মধ্যে যখন অতিমাত্রায় ব্যভিচারের প্রসার ঘটে তখন আমরা ভাবলাম যে, আমাদের ধর্মের লোক ব্যভিচারের এ রজম শাস্তি ভোগ করার ফলে সংখ্যা লঘু হয়ে পড়বে। সুতরাং আমরা ব্যভিচারের শাস্তি রজমের বিধানকে পরিবর্তন করে তদস্থলে একশত চাবুক মারা ও মাথা কামিয়ে দেয়া বিধান প্রবর্তন করেছি, তখন আল্লাহ তা'আলা অত্র আয়াত অবতীর্ণ করেন। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমরা আল্লাহর আইন ইডিট করা শুরু করেছ ইয়াহুদী নাসারাদের মত। ফলাফল আমাদের সামনে: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।