আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিক ? তাতে কার কি ?

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । ”শাহবাগে আছে নাস্তিক’’ কহিলেন এক আস্তিক । শুধাইলাম থাকিতে পারে, ওইখানে হিন্দু,বৈাদ্ধ,খ্রীস্টান এবং আরো মির্জাখীল,আহমেদিয়া,শিয়া, সুন্নী, ভান্ডারী,মাজার পুজারী,নবী পুজারী থাকিতে পারে । কিন্তু তাহাতে রাজাকারের ফাসীর দাবীতে করা এই নৈতিক আন্দোলন কি বর্জনীয় হইবে ? খুনী,ধর্ষক, লুটেরাদের সহিত ধর্মের কি সম্পর্ক ? ইসলামে কোথায় বলা আছে যে খুনী, ধর্ষক,লুটেরাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চাওয়া যাইবেনা ? বরং ইসলাম’ত বলে খুনীর শাস্তি খুন.... নাকি ইসলাম বলে যে কোন কাফের হত্যা,ধর্ষনের বিচার চাইতে পারিবে না ! তুমি কিসে শান্তি পাও ভাবিয়া দেখ, ইসলামে নাকি নিজের নফসের আনন্দে ! একটি খবর: খালেদা গনজাগরন মন্ঞকে নাস্তিকের মন্ঞ বলিয়া অভিহিত করিয়াছেন । আমার উত্তর : ১৪০০ বছর আগের অবিশ্বাসীরাও ইসলাম এবং তার অনুসারীদেরকে বেদ্বীন,কাফের বলিয়া গালি দিয়েছিল । কিন্তু তাহাতে কি উনাদের অগ্রযাত্রা থামিয়া গিয়েছিল ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.