আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিক এবং নাস্তিক মনা ব্লগারগনই শাহরুখের কনসার্টের বিরুদ্ধে বেশি বেশি পোষ্ট দিচ্ছেন এবং এখানে রাজনিতি খুজার চেষ্টা করছেন, 'কারন শাহরুখ খান একজন মুসলামান'।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

নাস্তিক এবং নাস্তিক মনা ব্লগারগনই শাহরুখের কনসার্টের বিরুদ্ধে বেশি বেশি পোষ্ট দিচ্ছেন এবং এখানে রাজনিতি খুজার চেষ্টা করছেন, 'কারন শাহরুখ খান একজন মুসলামান'। একট গভির পর্যালোচনা। শাহরুখ খানের ব্যাবহারে আমি মুগ্ধ। কারণ তিনি ঢাকাবাসিদের প্রতি ছিলেন বেশ আন্তরিক।

ঢাকাবাসিদের আনন্দ দেবার সর্বাত্নক চেষ্টা তিনি করেছেন। তিনি বেশ কিছু বাংলাও লিখে এনেছিলেন যা তার মুক্ত চেতনাকে আরো বেশি উন্মুক্ত করে দিয়েছিল। রানী মুখার্জীর কথায়ও পাওয়া যায় বাংলাদেশ সমন্দে তাদের পারিবারিক অনুভুতির কথা। শাহরুখ খানের 'সোনার বাংলাদেশ'কে কেন সোনার বাংলা বলা হয় তার ব্যাখ্যা প্রদান করা ছিল এক মাইল ফলক বক্তব্য। এতটুকু কেহ আশাও করেন নি।

তবুও কেন ব্লাগারদের মন ভরল না??? দেশবাসি তো খুশিই, আনন্দিত। যেই ব্লগে অধিকাংশ পোষ্ট হয় আস্তিক নাস্তিক নিয়ে সেই ব্লগে এই কনসার্ট থেকে ভিন্ন কোন কিছু খুজে বের করা অতি সাধারণ ব্যাপার। ভারতীয় কালচার আমাদের কালচারকে ধ্বংশ করে দিচ্ছে, এটা নাবালকেও বুঝে। ভারতের বিএসএফ আমাদের নিরিহ মানুষদের হত্যা করছে সেটাও সবাই জানে, ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্ক আমাদের জন্য কল্যানকর নয় সেটাও সবাই স্বিকার করে। কিন্তু এই সবের সাথে শাহরুখ খানের কনসার্টের কি মিল সেটা খুজে পাওয়াও অন্য একরকম রাজনিতি।

কারণ এটা ছিল একান্তই বিনোদন মুলক আয়োজন। কিন্তু ইচ্ছে করলে আমরাই আমাদের পক্ষথেকে উপরোক্ত সমস্যার কথা ওক্ত কনসার্টের মাধ্যমে বিশ্ববাসিকে সুকৌশলের মাধ্যমে জানাতে পারতাম। কিন্তু আমাদের মুর্খ পরিচালক দেবাশিষের অযোগ্যতা অনুষ্ঠানের সৌন্দর্য অনেকটাই লাঘব করে দিয়েছে। সোজা কথাঃ -- সবারই ব্যক্তিগত পছন্দ আছে। খানসাব'কে পছন্দ করা না করা একান্তই ব্যাক্তিগত ব্যাপার।

শচিনদের খেলা দেখতে কি আমরা আমাদের মাঠে যাই না? শচিনের খেলাও পছন্দ করা বা না করা সম্পুর্ন ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু শচিন কিংবা শাহরুখকে প্রকাশ্যে গালাগালি করে সমাজে বিসৃঙ্খলা সৃষ্টি করে বিশ্ববুকে দেশের ভাব মুর্তিকে নষ্টকারী যে সোজা মনের মানুষ নন, সে যে বক্র মনের মানুষ তা শহজেই বুঝা যায়। কিন্তু অনেকেই সেটা বুঝতে না পেরে তাদের সাথে তাল মিলিয়া যাচ্ছেন। কিন্তু কারা সেই সম্প্রদায়ের লোক? এই প্রশ্নের সন্ধানে আমরা কয়েকজন সরনাপন্ন হয়েছিলাম এক পন্ডিত মশাইয়ের। পন্ডিত পরিচয় করিয়ে দিলেন এক ফকিরের।

ফকিরের নিকট জানতে চাওয়া হলে সে এক বতল থেকে জ্বিন বের করে তার নিকট সাহায্য প্রার্থনা করেন। জ্বিন তখন গভির চিন্তায় মগ্ন হয়ে পরে। সে বিষয়টি বুঝার জন্যে স্বরনাপন্ন হন এক দৈত্বের। দৈত্ব চিন্তার সাগরে ডুব দিয়ে সাগরের তল দেশ থেকে এক প্রস্তর কংকর উঠিয়ে আনেন। তাতে লিখা 'নাস্তিক এবং নাস্তিক মনা ব্লগার গনই বিষয়টি নিয়ে বেশি হৈচৈ করছে এবং এখানে রাজিনিতি খুজছে, কারণ শাহরুখ খান একজন মুসলমানের নাম'।

২০০ মাইনাস পাওয়ার আসায় রইলাম। ২০১ মাইনাস হলে পোষ্ট মুছে দিব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.