আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের ২১+ জোক্স...!!! (আই মিন ২১ টিরও বেশি জোক্স) ;-)

কি যে বুঝিনা তাই বুঝিনা...!!! :( #01 প্রেমিক- প্রেমিকা সি.এন.জি এর পিছনে 'প্রেম' করছিলো... তো সি.এন.জি ওয়ালা পিছে তাকিয়ে দেখছিল...তো হঠাৎ সি.এন.জি গিয়ে এক ল্যাম্পপোস্ট এর সাথে ধাক্কা খেল... সি.এন.জি ওয়ালা বলল ... "শালা...এখন বুঝলাম... টাইটানিক কেন ডুবেছিল"....... #02 A Student Was Asked 2 Write A Signboard 4 Da Traffic Rules Near Da College Campus He Wrote: "Drive Carefully! Dont Kill The Students,Wait 4 D TeachersZ #03 ২ বন্ধু রাস্তা তে হাটতে গল্প করছিলো... উলটো পাশ থেকে ২ টা মেয়ে আসছিলো... হটাৎ ১ম বন্ধুঃ " সর্বনাশ...আমার বউ আর প্রেমিকা একসাথে আসছে..." ২য় বন্ধুঃ " হে আল্লাহ... আমারো..." #04 Define, Biology and sociology? . . . . .... . If new born baby looks like his father it is biology, if he looks like his neighbor then it is called sociology #05 স্ত্রীঃ " ওই মাতাল লোকটাকে দেখেছ???" স্বামীঃ "কে সে??" স্ত্রীঃ " ১০ বছর আগে সে আমার প্রেমিক ছিল...আমি তাকে বিয়ে করতে রাজি হই নি.. মানা করে দিয়েছিলাম" স্বামীঃ " Oh my god... লোকটা এখনো সেটা celebrate করছে !!!" #06 জাপানীরা একটা ক্যামেরা আবিস্কার করেছে যেটার শাটার স্পীড এত বেশী যে মহিলাদের মুখ বন্ধ অবস্থার ছবিও তুলে ফেলা যায় !!!!!!!!!!!!! #07 The funniest life cycle. Cockroch is afraid of rat.. Rat of Cat.. Cat of dog.. Dog of Man.. Man of his Girlfriend... n Girlfriend of Cockroch.. #08 WAY 2 IMPRESS A GIRL: Respect Her, Honour Her, Love Her, Protect Her, Care 4 Her, Obey Her, Sacrifice 4 Her?. HOW TO IMPRESS A BOY? Just Smile Once (Gameover) #09 বায়োলজি প্রাকটিক্যাল পরীক্ষা... শিক্ষকঃ " এই পাখির পা দেখে পাখিটির নাম বলো..." হাবলুঃ "আমি জানি না..." শিক্ষকঃ " তুমি ফেইল করেছ... তোমার নাম কি??? হাবলুঃ" আমার পা দেখুন...তাহলেই জানতে পারবেন..." #10 গাইড: আমি আপনাদের নায়াগ্রা জলপ্রপাতে স্বাগত জানাচ্ছি। এইটা পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত এবং এর পানি পড়ার শব্দ এমন তীব্র যে, ২০টা সুপারসনিক বিমান পাশ দিয়ে উড়ে গেলেও এর আওয়াজ স্পষ্ট শোনা যায়। ............. এখন আমি সন্মানিত মহিলা দর্শনার্থীদের চুপ করতে অনুরোধ করছি; যেন আমরা নায়াগ্রার জলপতনের শব্দ শুনতে পারি !!!... #11 Q.How to KILL an ANT?asked in exam for 5marks Student:Mix CHILLI POWDER with SUGAR & keep it outside Ant's Hole. After eating ANT'll search for some water near a WATER TANK Push ANT into it!Now Ant will GO to dry itself near fire.When it reaches near FIRE .Put a BOMB into it.Then you ADMIT wounded ANTin ICU.Remove OXYGEN MASK frm its MOUTH & KILL DA ANT Dnt Play with student WE'LL Kill ANT for 15 mrks also #12 এক পাগল এক চাইনিজকে জিজ্ঞেস করছে,"তুমি কি আমেরিকান??" চাইনিজঃ"না...আমি চাইনিজ" পাগলঃ "তুমি আমেরিকান না???" চাইনিজঃ "না, আমি চাইনিজ" পাগলঃ "মিথ্যা বলছ,তুমি অবশ্যই আমেরিকান" চাইনিজ লোকটি শেষে বিরক্ত হয়ে বলল " হ্যাঁ বাবা। আমি আমেরিকান। খুশি??" পাগলঃ " চেহারা দেখে তো মনে হয় তুমি চাইনিজ" #13 খরগোশ হাতিকে জিজ্ঞেস করলো তোমার বয়স কত?? হাতিঃ “১৫ বছর” খরগোশঃ “এত কম??” হাতিঃ “ I am a complain boy...আমি নিয়মিত Complan খাই তাই বুঝা যায় না তোমার বয়স কত??” খরগোশঃ “ ৩০ বছর” হাতিঃ “এত বেশি!” খরগোশঃ “আমি Ponds Age Miracle ব্যবহার করি ত...তাই বুঝা যায় না” #14 ৭০ বছরের এক বৃদ্ধ আরেক বৃদ্ধের বাড়িতে দাওয়াত খেতে গেলো... সে খুবি impressed হলো যখন তার বন্ধু তার বৃদ্ধা স্ত্রীকে 'জান'...'ময়না' ...'কলিজার টুকরা' বলে ডাকছিল... যাওয়ার সময় সে তার বন্ধুকে বলল, "এটা অনেক সুন্দর...বিয়ের ৪০ বছর পরেও তুমি স্ত্রীকে নাম আদর করে এত সুন্দর করে ডাকো" বৃদ্ধ নিচু গলায় বলল, "আমার মাথা থেকে তার নাম ১০ বছর আগেই মুছে গেছে...আমি ভয়ে তার নাম টা জিজ্ঞেস করতে পারি নি...তাই এসব বলেই ডাকি" #15 নার্সারিতে পড়া এক বাচ্চা ছেলে আর এক বাচ্চা মেয়ে তাদের টিচারকে বললো : ম্যাডাম আমাদের মত বয়সে কি কারোও বাচ্চা হয় ?? ম্যাডাম : না , বাবা ।

ছেলেটা তখনই মেয়েটাকে বললো : দেখছো , তুমি শুধু শুধু ভয় পাচ্ছো !!!!!!!! #16 বাবা-মা ঝগড়া করছে,তাদের মাঝে কাকে তাদের ছেলে বেশি ভালোবাসে,এ নিয়ে। কিছুক্ষণ তর্কের পর তারা ঠিক করলো,বাগানে বসে থাকা ছেলেকে ঢিল ছুঁড়ে মারবে। এবং দেখবে কার নামে ছেলে চিৎকার করে। যদি "ও মা গো" বলে, তাহলে মা জিতলো যদি " ও বাবা গো" বলে, বাবা জিতলো তো গাছের পিছনে লুকিয়ে বাগানে বসে থাকা ছেলেকে ঢিল ছুঁড়ল। ছেলে চিৎকার করে উঠলো, "আআআহ! কোন শালা মারলো রে" #17 একটা কাপ নিয়ে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল স্বামী।

তাই দেখে তার স্ত্রী বলল, ‘একি! এত হাঁপাচ্ছ কেন? এই কাপটাই বা কোথায় পেলে?’ স্বামী: দৌড় প্রতিযোগিতায় দুজনকে হারিয়ে এটা পেলাম। স্ত্রী: মাত্র তিনজন নিয়ে দৌড় প্রতিযোগিতা? স্বামী: হ্যাঁ, প্রথমে আমি, তারপর পুলিশ আর সবার পেছনে এই কাপটার মালিক !!!!!!!!! #18 এক মহিলা আর দোকানদার এর মধ্যে কথাকাটাকাটি হচ্ছে। হঠাৎ... মহিলা: আমরা কি কোন বিষয়েই একমত হতে পারি না? দোকানদার: পারি। ধরুন এক বাসায় আপনাকে রাতে শুতে দেয়া হল। এক খাটে ২৫ বছরের ছেলে আর এক খাটে ২০ বছরের মেয়ে।

আপনি কার সাথে শোবেন? মহিলা: মেয়ের সাথে। দোকানদার: আমিও !!!!!!!! #19 মিলিটারিদের '' সাহস '' পরীক্ষা করছে তাদের প্রধান। এক মিলিটারিকে দুরে দাঁড় করিয়ে রেখে মাথায় লেবু রেখে বন্দুক দিয়ে সেই লেবুটিকে গুলি করল। মিলিটারিটি একদম নড়ল না। লেবুটি ফেঁটে গিয়ে তার শার্টটিকে নষ্ট করে দিল।

তাদের প্রধান তাকে ৫০ টাকা দিয়ে বলছে- ‘সাবাস, এই টাকা দিয়ে সাবান কিনে শার্টটি ধুঁয়ে নিও’। মিলিটারিটি বলল - ‘তাহলে আরোও ৫০ টাকা দিন, প্যান্টটিও ধুঁতে হবে !!!!!!!!!!!!!!! #20 এক মহিলা পার্কের বেঞ্চে বসে ছিল... এক ফকির এসে বলল,"ডার্লিং...এসো আমরা ফুর্তি করি" মহিলা রেগে গিয়ে বলল, "সাহস তো কম না...আমার সাথে মজা করো" ফকির-"মজা তো আপনি শুরু করেছেন, আমার বিছানায় এসে বসে আছেন কেন??" #21 টিচারঃ "তুমি দেরিতে এসেছ কেন???" ছাত্রঃ " স্যার, বাবা মা ঝগড়া করছিলো" টিচারঃ "তার সাথে তোমার দেরিতে আসার সম্পর্ক কি??" ছাত্রঃ "আমার এক জুতা বাবার হাতে, আরেক জুতা মার হাতে ছিল" #22 স্বামী-স্ত্রীর মধ্যে কথোপকথন— স্বামী: পাশের ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসো তো? স্ত্রী: ওরা আমাদের চিনি দেবে না। স্বামী: ওরা তো খুব কঞ্জুস! স্ত্রী: ওদের কিপ্টেমির কথা আর বোলো না। স্বামী: তাহলে আর কী করা; আমাদের আলমারি থেকেই চিনি বের করে চা করে নিয়ে এসো যাও। #23 T20 format in xams- 1. Reduce xam time by 1 hr n marks by 50. 2. Introduce stratgic timeout aftr evry 15 mins 2 dscus wid frnds. 3. 1st 30 mins powrplay, no teachr in class 4. Cheergals in evry class, they'll dance when we take an additional sheet! 5. free hit-full marks just 4 attempting a question...!! Powered By Shikot Wasthi #24 রমণী ... অনর্থক হাসে ... তাহা দেখিয়া অনেক পুরুষ অনর্থক কাঁদে, অনেক পুরুষ ছন্দ মিলাইতে বসে, অনেক পুরুষ গলায় দড়ি দিয়া মরে।

---(রবীন্দ্রনাথ ঠাকুর) #25 বনে খরগোশ আর ভালুক শুধু ঝগড়া করতো। এতে বিরক্ত হয়ে একদিন দেবতা বলল "তোমরা ঝগড়া বন্ধ করো তাহলে তোমাদের তিনটিইচ্ছে পূরণ করা হবে প্রথমে ভালুকঃ"বনের সব ভালুক মেয়ে করে দাও"তো তাই হল খরগোশঃ"আমাকে একটা হেলমেট দাও" তারপর ভালুকঃ"দেশের সব ভালুক মেয়ে করে দাও খরগোশঃ"আমাকে একটা মোটরসাইকেল দাও" শেষে ভালুক আনন্দে উত্তেজিত হয়ে বলল "পৃথিবীর সব ভালুক মেয়ে করে দাও" খরগোশ মোটরসাইকেলে উঠে স্টার্ট দিয়ে বলল "এই ভালুককে gay করে দাও" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।