ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড অনেকেই ভিকারুননিসার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আমার মতে এটা কেবল একটি আলাদা ইস্যু ছিলো না, এটা ছিলো ন্যায়ের যুদ্ধ। যার একটা প্রতিপক্ষ ছিলো সরকার। আপাতত সরকার মনে হয় পিছু হটেছে। কিন্তু তাদের অভিসন্ধি এখনো পরিষ্কার নয়।
প্রথম আলো (যার যেকোন খবর বিশ্বাস করতে কষ্ট হয়) বলছে, হোসনে আরা তিন মাসের ছুটিতে যাচ্ছে, তাই মঞ্জু আরা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে।
তারমানে সরকার আপাতত ইস্যূটিকে সামাল দিলো। তিনমাস পর হোসনে আরা আরো কিছু পশুসহ ভিকারুননিসায় আগমন করতে পারে।
আর এই তিন মাসে ভিকারুননিসায় চালানো হতে পারে শুদ্ধি অভিযান। বাদ পড়তে পারেন শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়েছিলেন যেসব শিক্ষক- তারা।
বুঝতে হবে এ সরকারের প্রধানের সাথে সখ্যতা আছে হোসনে আরার। আর এই সরকার প্রধান প্রতিশোধ নিতে অত্যন্ত সিদ্ধহস্ত।
সুতরাং, এ বিষয়ে সবার চোখ কান খোলা রাখার অনুরোধ থাকলো। ন্যায়ের যুদ্ধ অব্যাহত থাকুক। সকল অপরাজনীতির উর্দ্ধে উঠুক মানবতা ও ন্যায় বিচার।
ব্লগিং কমিউনিটির জয়হোক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।