বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
পত্র-পত্রিকায় প্রকাশিত কৃষিবিদ ডঃ নিয়াজ উদ্দিন পাশার যে কোন লেখা আমি অনেক মনোযোগ দিয়ে পড়ি। স¤প্রতি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হাওর নিয়ে তার সুন্দর আর সাবলীল চিন্তাভাবনা আমার কাছে খুবই গঠন মূলক মনে হয়েছে। আর হাওর অঞ্চলের এক জন সন্তান হিসাবে তার চিন্তাধারা খুবই বাস্তবসম্মত এবং তার বাস্তব অভিজ্ঞতারই ফসল।
আমি নিজেও মনে করি হাওর অঞ্চলের রয়েছে বিপুল-বিরাট সম্ভবনা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বাস্তবরূপ দিতে হবে।
হাওর অঞ্চলে সাধারণত একটি ফসল ফলে। এটাকে কম করে হলেও ২টিতে উন্নীত করা প্রয়োজন।
বোরো ধান ছাড়া কোন ফসল নেই বললেই চলে। বিশাল জনগোষ্ঠী তাদের খাবারে শাক সবজি পায় না । তবে এখানে মাছ প্রচুর পরিমাণে থাকায় পুষ্টির একটি দিক অন্তত সমৃদ্ধ। আর তাই বিশাল এই জনগোষ্ঠীকে নিয়ে এই অঞ্চলকে উন্নয়নের জোয়ার বইয়ে দেয়া যায়।
আমি সরাসরি কৃষি সেক্টরে জড়তি না থাকাতে সঠিক বলতে পারছি না- সম্ভবত উত্তর-পশ্চিম বাংলাদেশের উন্নয়নে ‘‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প” নামে একটি প্রকল্প আছে কিংবা ছিল।
সেই আদলে ‘‘হাওর অঞ্চল বহুমুখী উন্নয়ন প্রকল্প” নামে একটি প্রকল্প চালু করা যেতে পারে। আমাদের অনেক বিজ্ঞ কৃষিবিদ আছেন যারা এই ধরনের প্রকল্পের মাধ্যমে হাওর অঞ্চলের উন্নয়নে তাদের মেধা আর অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন।
বর্তমানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, জাতীয় সংসদের মাননীয় স্পিকার, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী হাওর অঞ্চলেরই সন্তান। সুতরাং এখনই সময় হাওর অঞ্চলকে নিয়ে ভাল কোন কিছু একটা করার । এই সময় যদি কিছু না করা যায় তাহলে আর কোনদিন করা যাবে বলে মনে হয় না।
কারণ যে, কোন বড় প্রকল্প করতে গেলে রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া হতে পারে না। সেই দিক দিয়ে এখনই সব চেয়ে অনুকুল সময় ।
পরিশেষে কৃষিবিদ ডঃ নিয়াজ উদ্দিন পাশাকে বলব, আপনি সামনে এগিয়ে যান আমি (এবং আমরা সবাই ) আছি আপনার সাথে হাওর অঞ্চল নিয়ে যে কোন সামাজিক আন্দোলনে। এক দিন আমি আপনার সাথে ইটনা, মিঠামইন আর তাড়াইল এর কিছু এলাকা তো নিজের চোখে দেখার সুযোগ পেয়েছি। আসলেই অনেক সম্ভাবনার একটি অঞ্চল হাওর এলাকা।
(ডঃ পাশা বর্তমানে ঢাকার বারডেমে কিনডী প্রতিস্থাপনের পরবর্তী চিকিৎসাধীন। তার দ্রুত সুস্থতা কামনা করে এই পোস্টটি দেয়া হল) ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।