বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
কৃষিবিদ ডঃ নিয়াজ উদ্দিন পাশা কৃষি বিষয়ক লেখালেখিতে একটি অনেক পরিচিত নাম। দেশের প্রায় প্রতিটিই পত্রিকাতেই ছড়িয়ে আছে আর লেখা অনেক কৃষি বিষযক আকর্ষণীয় সব লেখা। কৃষি বিজ্ঞানের জটিল বিষয়গুলো তার লেখনীতে সহজ হয়ে ফুটে ওঠে।
কর্মজীবনে তিনি ঢাকার সার্ক কৃষি তথ্য কেন্দ্রের এক জন কর্মকর্তা।
দেশের জন্য এবং দেশের কৃষির জন্য নিবেদিত প্রাণ এই মানুষটি বর্তমানে কিডনির জটিল রোগে ভোগছেন। তার চিকিৎসার জন্য বিরাট অংকের টাকার প্রয়োজন। এই টাকার জোগান দেয়া তার একার পক্ষে সম্ভব নয়। তাই আসুন, আমরা সবাই তার চিকিৎসার প্রয়োজনে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে এগিয়ে আসি।
ডঃ নিয়াজ উদ্দিন পাশা, হিসাব নং- 1529201873318001, BRAC Bank Ltd.
অথবা,
মিসেস ফারজানা আফরোজ আশা : 1529101869774001, BRAC Bank Ltd. (তার পত্নীর একাউন্ট)
ডঃ নিয়াজ উদ্দিন পাশা, হিসাব নং 0011434101725, সোনালী ব্যাংক, ফার্মগেট শাখা
মোবাইল : 01727074584
তার মেইল যোগাযোগের ঠিকানাঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।