আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়ার কেউ থাকলে অনুরোধ করছি ভিকারুন্নেসাতে একটু মনযোগ দিন, ওরা একদম একা পড়ে ওখানে, শুয়োর পুলিশের মুখোমুখি

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/ আপডেট: তথ্যমন্ত্রনালয় ক্যামেরাম্যান পাঠিয়েছে ভিকারুন্নেসায়। বেশিরভাগ মিডিয়া নিজেরাই বিচারক সেজে উল্টোপাল্টা প্রশ্ন করছে এবং নেগেটিভ টিপ্পনি কাটছে, স্যাম্পল, "এই আন্দোলন অবৈধ!" ১১:২০ মিডিয়ার কেউ থাকলে অনুরোধ করছি ভিকারুন্নেসাতে একটু মনযোগ দিন, ওরা একদম একা পড়ে ওখানে, শুয়োর পুলিশের মুখোমুখি ১। হোসনে আরা পুলিশের ডিসিকে নিয়ে ক্যাম্পাসে রওনা হয়েছেন। ২। উপস্থিত পুলিশ ধমকি দিচ্ছে, এক্স-ভিকিদের নামে এরেষ্ট ওয়ারেন্ট ইস্যু! গন গ্রেপ্তার হবে! ৩। লাঠি চার্জ করা হবে বলে ধমক। মিডিয়া যদি ফোকাস করে তবে পুলিশ পারবে না গায়ে হাত তুলতে, হোসনে আরা আর পুলিশকে আপনারা স্লথ করে দিতে পারেন, যাষ্ট ফোকাস অন দেম। ফোকাস করুন ঐ মেয়েদের নিরাপত্তার জন্যে যারা একটা পাশবিক ধর্ষক পরিমল আর তার রক্ষাকারি হোসনে আরার আদেশে আপনাদেরই বোনদের লাঠপেটা করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।