সামু ব্লগ ভালবাসি। নিয়মিত ব্লগ পড়ি। মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে আওয়ামী নেতা শামীম ওসমানকে দায়ী করলেন নিহতের বাবা নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। (সূত্র: বাংলাভিশন নিউজ আপডেট)
অন্যদিকে, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের এমপি সারাহ বেগম কবরী বলেছেন, বিশেষ ওই মহলটির প্রতি সরকারের ওপর মহলের মদদ রয়েছে। তবে তিনি বিশেষ মহল কারা সে সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলেনি।
ত্বকীর বাসায় পরিবারের লোকজনদের সান্ত্বনা দিতে গিয়ে কবরী বলেন, “নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের টর্চার সেল রয়েছে। সেখানে মানুষকে নির্যাতন করা হয়। কিন্তু, প্রশাসন কিছুই করে না। অথচ শহরবাসী জানেন, কারা চালাচ্ছে এ টর্চার সেল। ”
রফিউর রাব্বি বলেন, “নারায়ণগঞ্জবাসীর কপাল পোড়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে।
পলাতক আওয়ামী লীগের ক্যাডার বাহিনী নারায়ণগঞ্জে এসে হত্যাযজ্ঞ চালায়। পরে আবার চলে যায়। তারা নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে রেখেছে। ”
রফিউর রাব্বির এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে কবরী বলেন, “এটা তো আর সরকারের দোষ না। কিছু কিছু নেতা এ কাজ করে সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট করে।
” (সূত্র: বাংলানিউজ ২৪.কম)
অতএব, দেখা যাক প্রশাসন বা সরকার এই নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে কুখ্যাত শামীম ওসমানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।