ক্যাচালমুক্ত ব্লগ চাই শ্যাম্পু খাইয়াই যে সুপারম্যান হওন যায় তা আমি জানতাম না। একদিন টিভিতে একটা এড দেখলাম। ওইখানে দেখাইলো একটা লরি গাতায় পড়ছে। অনেকজন কুলি মজুর ওইডা ঠেইল্লা তুলতে পারতাছে না। হঠাৎ একটা সুন্দরী( ) মাইয়া বাইর অইলো।
হেরে দেইখা বুড়িগো মইদ্দে হাসাহাসি।
আইসা হের ঘন কালো লম্বা এবং স্ট্রং চুল গাড়ির সামনে বাইন্ধা দিলো এক টান, হেইয়ো। গাড়ি গেল উইঠ্ঠা। কুলিরা অবাক। এই সুপারম্যান আইলো কইথেইক্কা???
এই অইল কাহিনী।
তখন দেখাইলো এই শ্যাম্পুর এড। তার মানে শ্যাম্পু খাইলে অথবা মাথায় লাগাইলে এই মাইয়্যার মত শক্তি আইব। দেখেন এই অ্যাড। ।
অখন কনতো ভাই, বিজ্ঞানের কোন সুত্র ধইরা এই কাম হইচে? টানার চেয়ে ঠেলতে শক্তি বেশী লাগে তা জানি, কিন্তু মাইয়ার এত শক্তি?
ব্যাফুক গবেষণার বিষয়।
অ্যারা আমগোরে নতুন বিজ্ঞান শিখাইতে চাইতাছে। । । অ্যাগারে পিলাচ। ।
। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।