যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে সস্তার তিন অবস্থা যেইরকম সেইরকম সেটটা। তবে ধরা খাইলেও টেস্ট কইরা ধরা খাওয়া ভালো। যখন কিইনাই ফেলছি - একটু বাংলা লেখালেখি আর দেখাদেখি করতে চাই। ওয়েব ঘাটাঘাটি কইরা বেশী আশাপ্রদ কিছু পাইলাম না একমাত্র মেহদীর ব্লগ ছাড়া। তাও বছর খানেক পুরানা। কেউ কি একটু কইতে পারবেন - ১. বাংলা ফন্ট ডাউনলোড করমু কোনটা এবং লিংকটা কি? ২. বাংলা লেখা যাবে কি যাবে না? কেমনে? কোন সফটওয়ারে? ভার্সন এইখানে মনে হয় চলতাছে Android OS 2.1। এনি হেল্প উড বি মেজারড উইথ হাই গ্রাটিচুড এন্ড ল্যাটিচুড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।