আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীনের যুগান্তরী কিছু বিগ্গাপন



গ্রামীনের একটা বিগ্গাপন দেখি আজকাল প্রায়ই দেখি। একজন বাচ্চা ছেলে তার মায়ে অসুস্থতার কারনে ডাক্তার খুজে বেড়াচ্ছে। রাতের অন্ধকারে ডাক্তার খুজতে বের হয়। ডাক্তার বাড়ি বন্ধ। ডাক্তাররের খোজে আবার ছুটাছুটি।

মায়ের জন্যে ঐ মুহুর্তে ডাক্তার যে সবচেয়ে বেশী দরকার। অবশেসে একজন ডাকতার সে খুজে পায়। মার চিকিতসা হয়। ছেলেটি নিশ্চিন্ত হয়। খুবই হৃদয়গ্রাহী কাহিনী।

মনকে ছুয়ে যায়। সাথে গ্রামীন ফোনের কাস্টমার কেয়ার এর একটা মেসেজ আসে। আমরাও এভাবে আপনার বিপদে আপনার সাথে থাকতে চাই। গুড কনসেপ্ট। কিন্তু আমার কতগুলো প্রশ্ন আছে: ১।

আ্যডের শুরুতেই দেখা যায় একটা মেয়ে দৌড়াচ্চে। দেখে মোনে হবে ঐ মেয়েকে নিয়েই আ্যডের কাহিনী। কিন্তু ঐ মেয়ে আ্যডের তেমন কোনো গুরুত্বপুর্ন চরিত্র না। তাইলে ঐ মেয়ের দৌরাদৌরি কেন?? ২। সবাই বসে এই ভিডিও কেন দেখছে?? কোথায় দেখছে?? ৩।

ভিডিও দেখতে দেখতে এক মেয়ে কেদে বুক ভাসিয়ে ফেলে আবার একজন ক্ষিপ্ত হয়ে নিজের হাতে নিজেই ঘুষি দেয়....এই আবেগের কারন কি?? এই এক্সপ্রেশন গুলা কি বাস্তবিকই দেখা যায়?? ছেলেটার দৌড়াদৌড়ি ,মা কে বাচাবার আকুলতা হৃদয় ছুয়ে যায়। কিন্তু গ্রামীনের এ টাইপের কি আকুলতা তাদের কাস্টমারদের জন্য আছে বলে এই এ্যডে বোঝাতে চাইছে কিছুই বুঝলামনা। কেউ বুঝেছেন কি?? বুঝলে আমাদের ও একটু বুঝান। আরেকটা গ্রামীনের এ্যাড....আমারে ছাড়িয়া বন্ধু কই রইলা রে....সারাদিন প্রিয়জনের জন্য অপেক্ষা..রোদ হয় বৃস্টি হয় সব শেষ হয়ে আলো উঠে তখনও অপেক্ষা। শেষে প্রিয়জনের ফোন আসে।

মেয়ের আনন্দ, আবেগ। শেষে গ্রামীনের তরফ থেকে বলে হয় বাতাস বৃষ্টি আলোর সব আয়োজনই ব্যর্থ হয় যদি প্রিয়জন কাছে না থাকে। সে কারনে গ্রামীন সুযোগ করে দিয়েছে প্রিয়জন কাছে থাকবে মেয়ের কাছে গ্রামীন ফোন কাছে থাকলে, তবে মেয়ে ইচ্ছা করলেই প্রিয়জনকে কাছে আনতে পারবেনা। অপেক্ষা করতে হবে বাতাস বৃস্টি শেষ হওয়ার জন্য.কখন প্রিয়জন বাংলালিংক বা অন্য কম দামের অপারেটর থেকে কল করবে সে জন্য। মেয়ে প্রিয়জনকে কাছে পাবা র জন্য যতই আকুল হোক বাতাস বৃষ্টি শেষ হয়ে গেলেও সে বাড়তি কলরেটের জন্য গ্রামীন থেকে কাউকে ফোনকরার সাহস করবেনা।

যাই হোক এই এ্যডের ও মেসেজ টা বুঝলাম না। এইটারই বা মানে কি??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.