আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ "সকল নাস্তিক, মুরতাদ ও ব্লগারদের ফাঁসি চাই" এই লাইনটার কি ব্যাখ্যা হতে পারে ? আমার মনে হচ্ছে মিছিলকারীরা ৩ শ্রেনীর মানুষের ফাঁসি চান ০১. নাস্তিক। ০২. মুরতাদ। ০৩. ব্লগারদের। আমি ব্যাক্তিগত ভাবে প্রথম দুই শ্রেনীর না হলে ও ৩য় শ্রেনীর ব্লগার। তারা কি আমার ও ফাঁসি চায় ? তারা কি জানে তারা কি চায় ? একবার একটা মিছিলে এক লোক বিপুল-বিক্রমে, চেঁচাচ্ছে..... মিছিলকারীঃ আমাদের দাবি,আমাদের দাবি, মানতে হবে,মানতে হবে। প্রোশ্নকারীঃ কি দাবী মানতে হবে ভাই ? মিছিলকারীঃ জানি না, জানি না....। আমাদের দাবি,আমাদের দাবি, মানতে হবে,মানতে হবে। ওরে...........কেউ কি আছিস...? ওদের থামিয়ে দে.. না পারলে রি্কসা ভাড়া দিয়ে বাসায় পাঠাইয়া দে........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।