ইন্টারনেট থেকে কস্পিউটারে ভাইরাস সংক্রমণ হয়
পেনড্রাইভ, ডিস্ক, মেমোরি কার্ড ও অন্যান্য এক্সটারনাল ডিভাইসের মাধ্যমেও কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়ে।
এক্ষেত্রে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের প্রচলন রয়েছে।
তবে অ্যান্টিভাইরাস কম্পিউটারের সব ভাইরাস চিহ্নিত করতে এবং সেগুলো মুছে ফেলতে পারে না।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার র্যামের বেশি পরিমাণ জায়গা দখল করায় কম্পিউটার অনেক ধীরগতির হয়ে যায়।
প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।
তাই এক্সটারনাল ড্রাইভ থেকে যাতে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
যেহেতু ভাইরাস ইনফেক্টেড এক্সটারনাল ডিভাইস (যেমন পেনড্রাইভ) ওপেন করার পরই ভাইরাস পিসিতে প্রবেশ করে, তাই এগুলো কম্পিউটারে সংযোগ দেয়ার পর তা সরাসরি ওপেন না করাই ভালো।
যেসব কম্পিউটারে এক্সটারনাল ড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে চালু হয় সেগুলোতে অটোরান বন্ধ করে নিতে হবে।
অটোরান বন্ধ করার জন্য start থেকে run-এ গিয়ে gpedit.msc টাইপ করতে হবে।
এরপর ড়শ বাটনে ক্লিক করলে নতুন উইন্ডো আসবে।
এখান থেকে computer configuration সিলেক্ট করুন।
এখান থেকে administrative templates->system-এ যান।
এখান থেকে turn off autoplay-তে ডাবল ক্লিক করুন।
এবার turn off autoplay enable করুন এবং turn off autoplay on ড্রপ-ডাউন বক্স থেকে All drives সিলেক্ট করুন, এরপর ok বাটনে ক্লিক করুন।
এতে কম্পিউটারে সব ধরনের ডিভাইসের অটোরান বন্ধ হয়ে যাবে।
এক্সটারনাল ড্রাইভগুলো থেকে কম্পিউটারে ডেটা আদান-প্রদান করার সময়ও ভাইরাস ঢুকে পড়তে পারে; তবে ড্রাইভ না খুলেই ডেটা আদান-প্রদান করতে কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। http://www.explorerxp.com/explorerxpsetup.exe থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।
সফটওয়্যারটি রান করলে কম্পিউটারে থাকা সব ড্রাইভ দেখা যাবে।
এখান থেকে পেনড্রাইভে প্রবেশ করে ডেটা কপি করা যাবে।
কোনো ফাইলে যদি ভাইরাস থাকে, তাহলে সেটি নোটিফিকেশন আকারে দেখিয়ে দেবে সফটওয়্যার।
ওই ফাইলটি কম্পিউটারে নেয়া যাবে না।
কোনো ফোল্ডারের নামের সঙ্গে .বীব এক্সটেনশন থাকলে তা অবশ্যই ভাইরাস।
এগুলো কম্পিউটারে না নেয়াই ভালো।
যারা ভাইরাসযুক্ত ফাইল সহজে চিনতে পারেন না তারা কম্পিউটারে এমন কোনো থিম ব্যবহার করতে পারেন, যা ফোল্ডারের রং পরিবর্তন করে রাখে।
তাহলে পেনড্রাইভের এবং কম্পিউটারের ফোল্ডারের রং পরিবর্তন হয়ে যাবে।
যেসব ফোল্ডারের রং পরিবর্তন হবে না সেগুলোই ভাইরাস।
রং পরিবর্তক এরকম একটি থিম ডাউনলোড করা যাবে - http://www.mediafire.com/?znhnyjyezdt ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।