দক্ষিণ কোরিয়ার মুঠোফোন নির্মাতা স্যামসাং তাদের তৈরি অ্যান্ড্রয়েড ফোনের সুরক্ষায় বিল্টইন অ্যান্টিভাইরাস রাখার কথা জানিয়েছে।
এ প্রসঙ্গে প্রযুক্তি পণ্যের নিরাপত্তা-বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোনের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে অতিরিক্ত ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি। এ ঝুঁকি ঠেকাতেই তাদের সব স্মার্টফোনে নিরাপত্তা সফটওয়্যার যুক্ত করবে স্যামসাং।
এদিকে, এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, স্যামসাংয়ের সব নতুন মোবাইল হ্যান্ডসেটেই বিশেষ এই অ্যান্টিভাইরাস দেওয়া থাকবে। স্যামসাংয়ের সঙ্গে অ্যান্টিভাইরাস সরবরাহকারী হিসেবে কাজ করবে লুক আউট।
অবশ্য অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার ঝুঁকি সম্পর্কে অ্যান্ড্রয়েডের প্রধান নিরাপত্তা প্রকৌশলী আদ্রিয়ান লুডউইগ দাবি করেছেন, ব্যবহারকারীদের জন্য মারাত্মক ঝুঁকির কোনো ম্যালওয়্যার সমস্যা অ্যান্ড্রয়েড অপারেটিং ব্যবস্থায় নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।