আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে বাংলা লিখছি



উবুন্টু ইন্সটল দিয়েছিলাম এর আগেও কয়েকবার। এরপর ডিলিটও করে দিয়েছি। উবুন্টু ব্যবহারের কোন ইচ্ছা ছিল না। মান্দ্রিভা ব্যবহার করতে চেয়েছিলাম অথবা অন্য কোন ডিস্ট্রো। কিন্তু আমার ইন্টারনেটের মডেমের সমস্যা।

উবুন্টু ছাড়া অন্যগুলোর জন্য এটার কোন ব্যাবস্থা নাই। তাই বাধ্য হয়ে উবুন্টু। তাও আবার ৩২ বিটের উবুন্টু। ৬৪ বিটেরটাও ব্যবহার করতে পারছি না। সমস্যা ঐ মডেম।

madwimax দিয়ে মডেম চালাতে হয়। কিচ্ছু করার নাই। নিজে যে একটা প্যাকেজ বানাব মডেমের জন্য সেই পরিমান জ্ঞানও নাই সবই ধার করা। এখনও টেষ্ট মোডে আছি। কুবুন্টু ব্যবহার করতে চাই।

গতকাল তিনবার উবুন্টু ইন্সটল দিয়েছি। ভবিষ্যতে লিনাক্সের বাকী সব ডিস্ট্রোগুলো টেষ্ট করার ইচ্ছা আছে। অনেক ভ্যাজাল রে ভাই! উবুন্টু ব্যবহার করতে গিয়ে কেমন যেন নিজেকে হালকা হালকা লাগছে। পাইরেসি থেকে মুক্ত মুক্ত লাগছে। একটা ভাল বোধ আসছে নিজের মধ্যে।

তবে উইন্ডোজ এখনও সরাই নাই। উইন্ডোজ আর উবুন্ট আলাদা আলাদা করে আছে এখন, মানে উইন্ডোজের ভিতর উবুন্টু ইন্সটল দেই নাই, আলাদা করে দিয়েছি। কিছু অতিপ্রয়োজনীয় প্রোগ্রাম উইন্ডোজ ছাড়া চলে না তাই বাধ্য হয়ে উইন্ডোজ ব্যাবহার করতে হয়। ঐ প্রোগ্রামগুলো না থাকলে অনেক আগেই উইন্ডোজকে বিদায় জানাতাম। আপাতত উবুন্টু উপভোগ করতে থাকি।

এইবার আর উবুন্টু ডিলিট করব না, রেখে দেব। দুইটাই থাক, উইন্ডোজ আর উবুন্টু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.