ফেসবুক : www.facebook.com/mahmud.sust
কম্পিউটার ব্যবহারকারীদের একটি বিরাট অংশ বিশেষ করে টিনএজাররা অবসর সময় গেম খেলে অতিবাহিত করে থাকে। কাজ করার ক্লান্তি দূর করতে গেমসের কোন তুলনা হয় না। তবে উইন্ডোজ থেকে লিনাক্সে আসার পর অনেকের অভিযোগ থাকে লিনাক্সে গেমের ভালো সাপোর্ট নেই । অনেকে প্রশ্ন করেছেন উবুন্টুতে গেমস খেলা যায় কিনা, আবার খেলা গেলেও তা শুধুমাত্র উবুন্টুর জন্য বানানো গেমস নাকি উইন্ডোজের গেমসগুলোও উবুন্টুতে চালানো সম্ভব। আসলে গেম ডেভেলপারগণ লিনাক্স অপারেটিং সিস্টেমকে এখনো সিরিয়াসলি নেয়নি, এর পিছনে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি রয়েছে।
কারন সারাবিশ্বে এখনও লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা খুব বেশী না, অধিকাংশ গেমাররা এখনও উইন্ডোজের উপর নির্ভরশীল। তাই যখন গেম ডেভলপারদের মনে হবে লিনাক্স অপারেটিং সিস্টেমের ইউজার সংখ্যা কম নয় তখন তারা হয়তো তাদের গেমকে লিনাক্স কম্পাটিবল করবে। বর্তমানে উবুন্টু এবং লিনাক্সের জন্য বেশ কিছু গেমস ইন্টারনেটে পাওয়া যায় এবং অধিকাংশ ক্ষেত্রেই তা ফ্রি। ওপেনসোর্স ডেভলপাররাও বসেও নেই, তারাও তৈরী করেছে উবুন্টু এবং লিনাক্সের জন্য কিছু আকর্ষনীয় গেমস।
Paydeb
নতুন লিনাক্স ব্যবহারকারীদের জন্য লিনাক্স গেম ইনস্টল কে আরো সহজ করে দিতে তৈরী করা হয়েছে Playdeb এ্যাপলিকেশনটি।
এটির beta ভার্সন রিলিজ হয়েছে। এটি মূলত ইন্টারনেটে সংরক্ষিত লিনাক্সগেম গুলোকে খুব সহজেই ডাউনলোড করতে পারে। গেম ডাউনলোড এবং ইনস্টলেশনের জন্য আপনাকে শুধু এখান থেকে যেকোন গেমের নিচের Install লিন্কে ক্লিক করতে হবে যেকোন ব্রাউজার থেকে। তবে এজন্য আপনাকে apturl package(এটি মূলত সফটওয়্যার ইনস্টলকে আরো সহজ করে দেয় শুধুমাত্র apt:dreamchess এ জাতীয় লিংকে ক্লিকের মাধ্যমে প্রোগামটি খোঁজা এবং ডাউনলোড ইনস্টলেশনের কাজ এটিই করে নেবে যা নতুন ব্যবহারকারীদের জন্য সফটওয়্যার ইনস্টলের সহজ উপায়) এবং playdeb package টি সাইট থেকে ইনস্টল করে নিতে হবে। এখানের গেমলিস্ট দেখে আপনি আপনার পছন্দের গেমসটি ইন্সটল করুন।
আমি এখান থেকে Dreamchess এবং AssaultCube 0.93 গেমসটি সফলভাবে ইন্সটল করে খেলেছি, তবে এটি শুধুমাত্র উবুন্টু লিনাক্সের জন্য।
উইন্ডোজ ভিত্তিক গেমস খেলার উপায়
উইন্ডোজ ভিত্তিক গেমস খেলার জন্য কিছু অতিরিক্ত প্যাকেজ ব্যবহার করতে হবে, যেটি আপনার গেমসকে উবুন্টু লিনাক্স প্লাটফর্মের জন্য তৈরী করে দেবে। এসকল প্যাকেজ নিয়ে নিচে আলোচনা করা হল :
Wine
উইন্ডোজ ভিত্তিক গেম খেলতে আপনি ব্যবহার করতে পারেন Wine যেটি উইন্ডোজভিত্তিক প্রোগ্রাম লিনাক্সে চালানোর একটি অন্যতম এ্যাপলিকেশন। Wine একটি ট্রান্সলেশন লেয়ার (প্রোগ্রাম লোডার) যেটি উইন্ডোজ গেমসগুলোকে লিনাক্স, উবুন্টু এবং অন্যান্য POSIX ধরনের অপারেটিং সিস্টেমে চালাতে সহায়তা করে। Wine প্রজেক্ট শুরু হয়েছিল ১৯৯৩ এ যেটি উইন্ডোজ ৩.১ এর প্রোগ্রাম লিনাক্সে চালাতে পারত।
বর্তমানে Wine এর Latest Release হচ্ছে Wine 1.1.19 যেটি ব্যবহার করে আপনি বেশ কিছু উইন্ডোজ ভিত্তিক গেম ইনস্টল করতে পরবেন।
PlayOnLinux
এটিও wine এর উপর ভিত্তি করে তৈরী । এটি সম্পূর্ন ফ্রি। এটি ব্যবহার করে আপনি খুব সহজেই অধিকাংশ মাইক্রোসফট উইন্ডোজের গেমস এবং সফটওয়্যার ইন্সটল করতে পারবেন। PlayOnLinux তৈরী করতে Bash এবং Python ব্যবহার করা হয়েছে।
PlayOnLinux এর কিছু ScreenShots নিচে দেওয়া হল :
Cedega
Cedega হচ্ছে লিনাক্সে উইন্ডোজ ভিত্তিক গেম খেলার আরেকটি সফটওয়্যার। এটিকে WineX ও বলা হত এটি wine এর উন্নত ভার্সন এবং এটির মাধ্যমে আপনি সাম্প্রতিক প্রায় সবগুলো গেম লিনাক্সে খেলতে পারবেন। এটি তবে এটি ফ্রি নয় এটি ব্যবহারের জন্য আপনাকে monthly সাবস্ক্রিপশন ফি প্রদান করতে হবে।
এই সফটওয়্যার প্যাকেজগুলো এখনও সম্পূর্ন না, তাই সব গেমস এর মাধ্যমে চালানো সম্ভব হবে না। আবার মাঝে মাঝে এর পারফরমেন্স কমে আসতে পারে যেমন : ছবি ঝাপসা আসা, গ্রাফিক্স ঠিকমত না আসা ইত্যাদি।
তবে ব্যবহারে সমস্যা হলে এদের নিজস্ব ফোরাম আছে যেখানে আপনি আপনার সমস্যার কথা লিখতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।