বহুদিনের ইচ্ছা উবুন্টুতে ইন্টারনেট ব্যবহার করা। কিন্তু আমার মবিডাটা মডেম উবুন্টুতে সাপোর্ট করতোনা। অবশেষে আমার ইচ্ছা পুরণ হলো ...। উবুন্টুর নতুন ভার্সন তথা উবুন্টু ৯.০৪ এ মবিডাটা সাপোর্ট করলো...।আমি উইন্ডোজ এক্সপি তে নেট ব্যবহার করতে করতে রিস্টার্ট দিয়ে উবুন্টুতে ঢুকলাম আর আমার নেট কানেক্ট হয়ে গেল। কিন্তু একটা সমস্যা হচ্ছে এক্সপি হতে নেট ব্যবহার করতে করতে রিস্টার্ট দিলে উবুন্টুতে নেট পায় কিন্তু সরাসরি উবুন্টুতে ঢুকলে নেট পায়না...। এ রকম আজব সমস্যার কারণ বুঝতে পারলাম না... ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।