আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে জুমলা ইন্সটল



উবুন্টুতে জুমলা ইন্সটলের জন্য প্রথমে Synaptic package manager এ ক্লিক করুন। উইন্ডোটি ওপেন হলে search বাটনে ক্লিক করে php লিখে এন্টার চাপুন। php সংক্রান্ত সমস্ত ফাইলগুলো ইন্সটল করে নিন। একই প্রক্রিয়াতে mysql এবং apache ইন্সটল করুন। এবার জুমলার ডাউনলোড করা জিপ ফাইলটাকে আনজিপ করে var/www ফোল্ডারে পেস্ট করুন।

এখন ঐ ফোল্ডারে উপর রাইট ক্লিক করে properties এ গিয়ে সবগুলো ইউজারকে সর্বোচ্চ অর্থাৎ রিড/রাইট পারমিশন দিন। এখন ব্রাউজারে address bar এ লিখুন http://localhost/জুমলার যে ফোল্ডারটি পেস্ট করেছেন তার নাম। তাহলেই জুমলা ইন্সটলের পেজ চলে আসবে। জুমলা ইন্সটলের ধাপগুলো সম্পন্ন করার পর শেষে আপনাকে বলবে ইন্সটলেশন ফোল্ডারটি ডিলেট করে দিতে। ডিলেট করে দেয়া মাত্রই জুমলা আপনার ব্যবহারের জন্য প্রস্তুত।

প্রথম পোস্ট তাই লেখা যে ভাল হয়নি আমি নিজেই বুঝতে পারছি। তাই সমস্যা হলে জানানোর জন্য অনুরোধ থাকলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.