আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে ইউনি-বিজয়

এই পথ যদি না শেষ হয় . . .

লিনাক্সে ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে উবুন্টু সবচেয়ে জনপ্রিয়। প্রায় ৩০ শতাংশ লিনাক্স ব্যবহারকারী উবুন্টু ব্যবহার করে। যেভাবে উবুন্টু এগিয়ে চলছে হয়ত আর কয়েক বছর পর কম্পিউটারের অপারেটিং সিস্টেম বলতে শুধু উবুন্টুকেই বুঝানো হবে। আজ আমি উবুন্টুতে কিভাবে বিজয় এর পরিবর্তিত লে-আউট ইউনি-বিজয় ব্যবহার করা যায় এ বিষয়ে লিখব। বিজয় কি-বোর্ডের লে-আউটটি কপিরাইট প্রোটেক্টেড করে রাখায় একে একটু পরিবর্তন করে জন্ম দেওয়া হয়েছে ইউনি বিজয় এর।

আর উবুন্টুতে একে ইউনি-জয় হিসাবে নামকরন করা হয়েছে। এখন মূল বিষয়ে আসা যাক। (যে কোন ছবিকে বড় করে দেখতে ছবিতে ক্লিক করুন। ) ১) প্রথমে আপনার উবুন্টু এর System>Administration>Synaptic Package Manager এ Click করুন। ২) আপনার ব্যবহারকারীর পাসওয়ার্ড দিন।

৩) Synaptic Package Manager সার্চ বক্সে m17n লিখে সার্চ বাটনে ক্লিক্ করুন। নিচে আপনার সার্চের জন্য কিছু রেজাল্ট আসবে । তাদের মধ্যে থেকে m17n-db এবং scim-m17n প্যাকেজ দুটি ইন্সটল করুন। এর জন্য m17n-db এর উপর মাউজের লেফ্ট বাটন চাপ দিয়ে mark for install এ ক্লিক্ করুন। এভাবে scim-m17n মার্ক করুন।

এবার Apply করুন। এখন আপনার সিলেক্ট করা প্যাকেজ ইনস্টল হবে। আপনার ইন্টরনেটের গতীর উপর নির্ভর করে ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ৪) ইনস্টল হয়ে গেলে System>Preferences>SCIM Input Method Setup ক্লিক্ করুন। ৫) SCIM Input Method Setup উইনডো থেকে Global Setup সিলেক্ট করে Disable All এ ক্লিক্ করুন।

৬) এবার শুধুমাত্র bn-unijoy এ মার্ক করে Apply করে OK করুন। ৭) এখন টেক্সট এডিটর ওপেন করে এর বডির যে কোন স্থানে রাইট ক্লিক করে Input Methods>SCIM Input Method সিলেক্ট করুন। ৮) এবার আপনার উনডোর সবার উপরের ডানপাসে কি-বোর্ড চিহ্নিত আইকনটি ক্লিক্ করে Bengali-bn-unijoy সিলেক্ট করুন। ৯) এখন খেয়াল করুন আপনার উইনডোর সবার নিচে বামপাশে এরকম একটি পপআপ বক্স দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি এখন ইউনি-বিজয় বা ইউনি-জয় লেআউট ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত।

এখন আপনার প্রয়োজন অনুযায়ী টাইপ করুন ইউনি-বিজয় লে-আউটে। এই পোষ্টটি দেখুন ব্লগ বাংলায় এখানে [-ব্লগ বাংলা]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.