জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন নিক্ষিপ্ত ক্ষিপ্র বাণের তরে এফোঁড়-ওফোঁড়, সরল-সোজা, একেবারেই সাদামাটা অন্তর । স্বপ্নরা ছুটেছে, হৃদয়টা টুটেছে; ঊচ্ছলতাহীন মন আকাশে ঘন-কালো মেঘ করেছে ভর । অক্ষিগর্ভ; সে তো সাধারন মহাসাগর নয় ! বিস্তৃত, বিক্ষুব্ধ স্রোতময় এক জলের ধারা । লোনা জলে জলে অহর্নিশ টইটুম্বুর, যেন ভাঙ্গছেই তীর অবিরাম, হয়ে পাগলপারা । পরান ছিঁড়ে কেমনে দেখাই ব্যাথার সাগর ! যেথায় বইছে ঢেড়হীন গাঢ় নীল জলরাশি । অব্যক্ত, অস্ফুট ভালোবাসারই মায়াবী টানে ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে, রিক্ত হস্তে নিত্য ভাসি । আহ ! শাসনের ছলে পায়ে দিয়েছো বহু শৃঙ্খল হাটব কি ! ভারে ভারে বদনখানি ন্যুজ, খোঁড়া । হায় ! মমতা বোলে বুনেছো কত রঙিন কল্পনা, বোকা বলেই সাগ্রহে, প্রফুল্লচিত্তে দিলেম সাড়া । হাঁটবে তুমি তোমারই পথে, যা তুমি চেয়েছো ! অহেতুক কেন জড়ালে অধরা সম্পর্কের বাঁধনে ? কেনইবা ডুবালে ‘তুমি’ নামের মহা ভুল সাগরে ? নিশ্চল-নিথর করে মননের কারূকাজ, গোপনে ! বিশ্ব আকাশ জুড়ে আজ, মেঘহীন ভরা পূর্ণিমা পারছিনা সইতে কিছুতেই, এত উজ্জ্বল আলো ! আমায় এহেন একাকী, ঘোর অমাবস্যায় রেখে, ও চাঁদ ! কেমন করে, তুমি এত আলো জ্বালো ? (অনেকদিন ধরে মাথায় কবিতা আসছে না ! হঠাৎ করে লিখতে গিয়ে তা বিরহের কবিতা হয়ে গেছে ! ) _______________________________________________________________________ রচনাকালঃ ২১.০৭.২০১৩ ইসায়ী [ আমার বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।