সে গানটা মনে আছে! দিনগুলি মোর সোনার খাচায় রৈল না। আজো তেমনি করে রাত নামে, সন্ধ্যা হয়। সূর্যোদয় দেখিনা প্রায় আধযুগ হলো। অমন করে অপেক্ষা করিনা কিছুর জন্যই আজ অনেকদিন হলো। হৃদয়ের ভালোবাসা-ভালোলাগার অনুভূতিটাকে ভয় করি বলে একদম সিন্দুকে ভরে রেখে দিয়েছি আজ অনেক বছর। তাই হয়তো আর এই রাতের আকাশটাকে দেখা হয়না। নাগরিক জীবনে ঘরের সিলিং এর ঝুল, ফেটে যাওয়া পলেস্তরা খসে যাওয়া ছাদের দিকে তাকিয়ে ক্রমাগত পেরিয়ে যায় দিনগুলো। হয়ত এভাবেই প্রৌঢ়ত্ব স্পর্শ করবে, বার্ধক্য গ্রাস করবে। জীবনের নিত্যনতুন ঔদাসীন্য আর জটিলতায় ক্লান্ত হয়ে বিদায়ের অপেক্ষায় কাটবে দিবস-রজনী..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।