প্রতারণা না করেও আজ আমি হয়েছি প্রতারক, ক্ষমা করেছি বলে আজ আমি হয়েছি অবিচারক। নিজের জন্য ভাবিনি বলে আমি হয়েছি স্বার্থপর, অশ্লীস আধুনিকতা ঘৃণিত বলে আমি গেঁয়োভূত। সম্মান করি বলে আজ আমি হয়েছি ভীতু জন, শান্তি চেয়েছি বলে আজ আমি হয়েছি কুসন্তান, সুউপদেশ দিয় বলে আজ আমি হলাম ব্যর্থ বাবা, স্নেহের মায়ায় রেখেছি বলে আমি হলাম ব্যর্থ মা। পরিবারকে ভালবাসি বলে আজ আমি বিদ্বেষী, দেশকে ভালবাসি বলে আজ আমি দেশদ্রোহী। অনাকাঙ্ক্ষিত প্রাপ্যতা কাঁদছি আমি নিরবধি, আল্লাহ্কে বিশ্বাস করি বলে আজওআশাবাদী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।