আপনাদের কেউ যদি এখনো ফেসবুকে এইধরনের notification পান যে, “ABCDE tagged you in a photo/post” তাহলে পোষ্টটা পড়ুন।
আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে গিয়েছেন যে ফেসবুকে ট্যাগিং নিয়ে রামুতে কি লঙ্কাকাণ্ড বেধে গিয়েছে। স্রষ্টাকে ধন্যবাদ যে ব্যাপারটা আমার আপনার সাথে ঘটেনি। বুঝে না বুঝে আমরা অনেকেই ফেসবুকে যে পদচারণা করি তা যে কি ভয়ঙ্কর পরিনতি ঘটাতে পারে রামুর ঘটনা আমাদের চক্ষে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সুতরাং বন্ধুরা সময় হয়েছে এই বিষয়ে আরেকটু ভাবার।
ফেসবুকে বাই ডিফল্ট যে কেউ আপনাকে ট্যাগ করতে পারে যদি না আপনি আপনার প্রাইভেসি সেটিংসে নিম্নের পরিবর্তনটুকু ইতিমধ্যে না করে থাকেন। আপনার একাউন্টে লগইন করে নিম্নের ধারাটুকু অনুসরণ করে Tagging Approval চালু করতে পারেন।
Privacy setting>Timeline & Tagging>Edit Settings>Review posts friends tag you in before they appear on your timeline(If Off then enable it)>Review tags friends add to your own posts on Facebook(If Off then enable it)>Done
আপনি চাইলে ছবির মতো করে অন্যান্য সেটিংসেও পরিবর্তন আনতে পারেন। তবে আর যাই করুন Tagging Approval চালু করতে ভুলবেননা যেন। শুধু বিব্রত হওয়া থেকে রেহাই পেতে নয়, অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত পরস্থিতি থেকে রেহাই পেতেও বিষয়টা দরকার।
হ্যাপি ফেসবুকিং!
আমি কোন টেকি পারসন নই। ফেসবুকে দেখে মনে হল যারা এখনো এই বিষয়ে অবগত নন তাদেরকে জানানো দরকার। তাই পোষ্ট দেয়া। ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।