সোমবার বিকেলে জেলা মৎস্য কার্যালয়ের পক্ষ থেকে পোনাগুলি কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।
বিকাল ৫টার দিকে চান্দগাঁও থানাধীন কালুরঘাট সেতু এলাকায় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে পোনাগুলি আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জব্দ চার লাখ গলদা ও বাগদা চিংড়ির পোনা কক্সবাজার জেলার পেকুয়া থেকে একটি ট্রাকে করে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছিল।
কামাল বলেন, এসময় ট্রাকে থাকা পাঁচ ব্যক্তি আটক হলেও কেউই পোনাগুলোর মালিক না হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
পরে পোনাগুলি কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়ে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।