আমাদের কথা খুঁজে নিন

   

কোহিনূর থেকে হারুন! এরপর কে?

সরকারীদল ও বিরোধীদলের রাজনৈতিক বিরোধের জের ধরে পুলিশ বাহিনীর কিছু উচ্চাভিলাসী কর্মকর্তারা নিজ স্বার্থ হাসিলের জন্য বেআইনী কাজ করতে দ্বিধা করছেনা। সরকার বদলালেও পুলিশের চরিত্র বদলায় না। নিজেদের অপকর্মের জন্য চাকরী জীবনের বদনাম ঘুচানোর অপকর্মে লিপ্ত থাকলেও এরা পার পেয়ে যান রাজনৈতিক লেজুরবৃত্তির কারনে। রাজনীতিবিদদের রাস্তায় পিটিয়ে বিএনপি আমলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন ডিসি কোহিনুর। তেমনটি এবারও আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের নজর কাড়তে মরিয়া পুলিশ কর্মকর্তা হারুনসহ আরো কয়েকজন।

বিএনপি ও চারদলীয় জোটের ডাকে ৪৮ ঘন্টার হরতালে আবারও আলোচনায় পুলিশের সেই কর্মকর্তা তেজগাঁ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন নুর রশীদ। তিনিসহ তার সাথে থাকা আরো কয়েকজন কর্মকর্তা ও কনস্টবেল সবার সামনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুককে মারতে উদ্যত হন এবং এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাতসহ কিলঘুষিও মারেন। যা বিভিন্ন টিভি চ্যানেলে ও প্রিন্ট মিডিয়ায় এ দৃশ্য দেখা যায়। জাতীয় সংসদের স্পিকার ও প্রেসিডেন্টের এলাকায় বাড়ি হওয়ার সুবাদে তিনি পুলিশ বিভাগে দাপটের সাথে চাকরী করছেন। অনেক সময় পুলিশের সিনিয়র অফিসারদেরকেও তিনি কেয়ার করেন না।

গত বছরের ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতয়ালীর এডিসি থাকা অবস্থায় এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি ১০ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন। ওই ব্যবসায়ী টিভিতে সাক্ষাতকার দিয়ে ঘটনাটি প্রকাশ করে দেন। এ অভিযোগ পাওয়ার পর ওই বিভাগের তৎকালীন ডিসি তৌফিক ঘটনার তদন্তে সত্যতা পেয়ে শাস্তি হিসাবে এপিবিএনে তাকে বদলি করেন। সেখানে যোগদান না করে তদবিরের মাধ্যমে তিনি ওই আদেশ বাতিল শেষে পুণরায় তেজগাঁও জোনে পোষ্টিং নেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, হারুন অতি উৎসাহী ভূমিকা নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপকে পেটানোর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি তদন্তের জন্য একজন জয়েন্ট কমিশনারের নেতৃত্বে একটি ৩ সদস্যের কমিটিও করা হয়েছে। তারা ওই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছেন বলে জানা যায়। পুলিশের একজন কর্মকর্তা জানান, হারুনের এই অতি উৎসাহী ভূমিকা পুলিশের ভাবমূর্তিকে ম্লান করে দিয়েছে। আলোচিত এই পুলিশ কর্মকর্তা হারুন ১৯৯৮ সালে ছাত্রলীগের বাহাদুর-অজয় কমিটির সদস্য ছিলেন। মুক্তিযোদ্ধার সনদ দিয়ে বিসিএস পুলিশ ক্যাডারে চাকরি নেয়ার পর থেকেই বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন।

নানা অপকর্ম করেও অদৃশ্য কারণে তিনি বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যান। গুলশানে এসি থাকাকালে তিনি একটি নামকরা প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে আরেকটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের আমদানিকৃত বিপুল পরিমাণ গুঁড়া দুধ ভেজাল বলে আটক করেছিলেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছিল। জানা যায়, এক মাস আগে হারুন ঢাকা আল ইব্রাহিম ডেভলপার কোম্পানীর মালিক শাহনাজ আফরিন সুমা’র হয়ে মোহাম্মদপুর ১৪/৭,বাবর রোডের একটি বাড়ি দখল করে নেন। এর আগে বাড়ীর মৃত মালিক শেখ ইসহাক আলীর একমাত্র ছেলে শেখ সাজেদুল ইসলামকে রাতের বেলায় পুলিশ দিয়ে থানায় ধরে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে ক্রসফাঁয়ারের ভয় দেখায় এবং দখল প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি বাড়ির মালিককে মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠান।

মোহাম্মাদপুর থানার ওসি বিষয়টির বিরোধীতা করলে তাকেও শ্বাসানো হয় বলে জানা যায়। এখানেই শেষ নয়, ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে থাকাকালে তার বিরুদ্ধে শিশু অপহরণ করে হলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগ ছিল। ওই সময় ঘটনাটি পত্রিকায় ছাপাও হয়েছিল বলে জানা যায়। কিন্তু এতো কিছুর পরেও বিরোধী দলের ডাকা হরতাল প্রতিরোধে হয়তো সরকারের রাজনৈতিক উপর মহল থেকে পুলিশের এই নব্য কোহিনুরদেরকে আরো উৎসাহিত করতে পারে এবং আগামীতে এদের উত্থান আরো বেড়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট অভিজ্ঞমহল আশংকা ব্যাক্ত করেছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.