আজ আমি অনেকটা পথের সন্ধান পেয়েছি যাহা হারিয়ে ছিলাম কখন জানিনা অজানা থেকে জানার আগ্রহ সৃষ্টি হল আমার মাঝে আমি কোথায় ছিলাম কবে খুজতে গিয়ে আবার আমি নিজেরে মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে কেন এমন হয়। অজানা পথ কি আমি পারিদিতে পারবনা আগামীর পথে এখনো বুঝলে না তুমি কোথায় কবে তোমাকে হারিয়ে ফেলেছি মনে করতে পারছিণা আমি তুমি কোথায়। এভাবেই কি চলবে আমাদের জীবন তনী কখনো কি ভিরবে না তীরে ভাটির উজানে যেখানে তোমাকে দেখেছিলাম সেই শৈশবে কোন এক রোদূরে গোধুলী বিকেলে নদীর পাড়ে। আজ আমি ভাসতে ভাসতে কোথাই গিয়ে হাজির হয়েছি আমি নিজেই জানিনা সেই কবে কখন তোমাকে হারিয়েছি এখনো মনে করতে পারিনা মনে হয় এইতো খানিক ক্ষণ হল তুমি আমার পাশে নাই বুঝতে পারিনা এমন হয় কেন বলবে কি? একটু নিজেকে প্রশ্ন কর তাহলেই প্রত্যাশার সবটুকু স্বপ্ন তোমার মাঝে ধরা দেবে আগামীর শুভ বার্তা নিয়ে এখনো বেঁচে আছি আগামীর জন্য একা একা তোমাকে ছাড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।