আমাদের কথা খুঁজে নিন

   

জাগরণের প্রত্যাশিত ইসু

যখনই অন্যায় তখন ই ফেসবুক এবং ব্লগে তার তিব্র প্রতিবাদহয়েছে। প্রতিবারই একটা জাগরণের সম্ভবনা হত, সেই সম্ভবনা ক্ষুব্ধ মেঘ হয়ে জমা হচ্ছিল। যমতে থাকা সম্ভবনার ক্ষুব্ধ মেঘ আজ শাহাবাগের প্রজন্ম চত্বরে ঝরছে। ছড়িয়ে পড়েছে সারা বঙ্গের প্রতি অঙ্গে। রাজাকারের বিচারের দাবিতে শাহাবাগের নাটক (অনেকের মতে) আজ মানুষের প্রানের দাবি।

এই জাগরন ধর্ম প্রচারের জাগরন না , এই জাগরন নাস্তিক মতবাদ প্রকাশের জাগরন না । মুসলিম , হিন্দু , খ্রিস্টান , নাস্তিক সর্বোপরি সকল বাঙ্গালির প্রানের জাগরন। কেউ কেউ হয়ত এই জাগরন থেকে ফয়দা লুটার চেষ্টা করছে , কিন্তু তাদের ঐ চেষ্টা ভুন্দল হবেই। যদি আমরা তরুণরা >সাগর রুনির হত্যার বিচার চাই। >বিশ্বজিৎ হত্যার বিচার চাই।

>পদ্মা সেতুর দুর্নীতির বিচার চাই। >শেয়ার বাজারের দুর্নীতির বিচার চাই। >বিদেশে অর্থ পাচার করার বিচার চাই। >ছাত্র রাজনীতির নামে যারা সন্ত্রাসী করে তাদের বিচার চাই। এই বিচার গুলা চাইলেই সকল ফায়দালুটকারির দল এক হয়ে আমাদের তরুণদের বিরুদ্ধে নামবে।

সময় থাকতে জাগরন মঞ্চে আরও ইসু যুক্ত করা হোক। আমরা সাধারন জনগন এমন সরকার চাই যারা শুধু আমাদের কথা শুনবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।